ঢাকাবৃহস্পতিবার , ১২ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ অক্টোবর ২০১৯, ৭:৪৯ অপরাহ্ণ

Link Copied!


ফরহাদ আমিন:
পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারের টেকনাফে কমিউনিটি পুলিশিং দিবস মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় থানা থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে মিলিত হয়। র‌্যালিত্তোর আলোচনা সভায় কোরআন তিলোয়াত করেন হাফেজ আবু বক্কর। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও টেকনাফ সরকারী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, আলজামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুুফতি কেফায়েত উল্লাহ, মডেল থানার অপারেশন পরিদর্শক রাকিবুল ইসলাম খান, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাবরাং ইউনিয়নের সভাপতি মীর আহাম্মদ, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বাহারছড়া ইউনিয়নের সভাপতি আজিজ উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম চেয়ারম্যান বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় সারাদেশের ন্যায় টেকনাফও অভিযান অব্যাহত রয়েছে।জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ দেশ থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস নির্মূল করবে।জনগণ ছাড়া যেমন পুলিশ চলতে পারে না, তেমনি জনগণও পুলিশের সহযোগিতা ছাড়া চলতে পারে না।তাই পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে।বিগত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির হাতে টেকনাফে অসংখ্য মাদক ব্যবসায়ী আত্নসমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকারের সহযোগিতা চেয়েছেন।আত্নসমর্পনের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ভালোর পথে ফিরিয়ে আসার সুযোগ রয়েছে।স্বেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন,টেকনাফে যোগদান করার পর ওসি প্রদীপ যেভাবে মাদক নির্মূল করবেন বলে আশ্বস্ত করেছিলেন,তার প্রমাণ আপনারা সকলে পেয়েছেন।তিনি মাদক নির্মূলে প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা,চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি এবং জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কারে ভূষিত হয়েছেন।ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে,সেগুলোকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ওসি প্রদীপ কুমার দাশ বলেন,কমিউনিটি পুলিশিং ফোরামের কাজ হচ্ছে পুলিশকে সহায়তা করা এবং এলাকায় যে সমস্ত অপরাধী রয়েছে তাদেরকে চিহ্নিত করে দেওয়া। দেশ আপনাদের,এই এলাকাও আপনাদের। আপনারা যদি টেকনাফকে ভালো না বাসেন,আপনাদের ছেলে মেয়েদের প্রতি অন্যায় অবিচার করবেন।টেকনাফকে ভালবাসা মানে আপনাদের ছেলে মেয়েদের ভালবাসা।এখনো পর্যন্ত যারা ইয়াবা ব্যবসা করছেন,তাদের তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুন।ইয়াবা ব্যবসায়ীদেরকে যারা জমি বিক্রি করেছে,ইয়াবা ব্যবসায়ীদের মতো তাদেরকেও আইনের আওতায় আনা হবে।জায়গা বিক্রি করা মানে অবৈধ টাকাকে জায়েজ করা।প্রশাসনের কঠোর অবস্থানের ফলে টেকনাফের আইনশৃংখলা আগের চেয়ে অনেক ভাল হয়ে গেছে।
এদিকে সন্ধ্যায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের নিয়ে থানা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

219 Views

আরও পড়ুন

চকোবি এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক হেলাল, সোহাগ সদস্য সচিব নির্বাচিত

যেমন করে পাঙালরা উদযাপন করেন ঈদুল আজহা

টেকনাফে৪হাজার ইয়াবাসহ আটক-১

ঘোড়ায় চেপে হজ করতে মক্কায় তিন স্প্যানিশ

ঈদের খুশি ছড়িয়ে দিচ্ছে ‘আদর্শ সমাজ কল্যাণ পরিষদ’ শতাধিক পরিবারে পৌঁছেছে কোরবানির মাংস

সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদের পিঠায় পাঙালদের সংস্কৃতির স্বাদ

ত্যাগেই ঈদ
কুরবানির চেতনা ও আমাদের সামাজিক বাস্তবতা 

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ

আজ সম্ভাবনাময় তরুণ ইফতেখার এর জন্মদিন

মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে খুন!

নবাগত ইউএনও সুলতানা জেরিনের ব্যতিক্রমী ঘোষণা- উন্নয়নের নতুন আশার সূচনা