ফরহাদ আমিনঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২হাজার ৭০০পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউপি জাদিমোরা বৌদ্ধ মন্দির গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউপি উত্তর আলীখালী এলাকার মৃত আবু তাহেরের ছেলে দিলদার আহাম্মদ প্রকাশ নাইগগা(৩০)।
র্যাব-১৫ সিপিসি১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন,বৃহস্পতিবার বিকেলে জাদিমোরা বৌদ্ধ মন্দির গেইটের সামনে সড়কে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২হাজার ৭শ’পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৩লাখ টাকা।ইয়াবাসহ ধৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।