ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতক থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান নামছে সড়ক ও জনপথ বিভাগ

প্রতিবেদক
admin
২৪ নভেম্বর ২০১৯, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

অলিউর রহমান স্টাফ রিপোর্টারঃ

ছাতক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নামছে সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে অভিযান পরিচালনায় পুলিশ বাহিনীর পাশাপাশি সিলেট র‌্যাব-৯ অধিনায়ক বরাবরেও পত্র দেওয়া হয়েছে।

ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত সড়ক ও জনপথের ভূমিতে স্থাপনা দখলে রাখা মালিকদের উদ্দেশ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে বুধবার সকাল থেকে দিনভর ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মাইকিংও করা হয়েছে।

২৬ নভেম্বর এ উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানা গেছে।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদরের নীলপুর বাজার ও ওয়াজেখালী বাজারসহ বিভিন্ন অংশ জবরদখল করে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সড়ক পথের প্রতিবন্ধকতা দূর করতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে এসব অবৈধ দখলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সওজ’র প্রধান কার্যালয়ে পত্র দেওয়া হয়। এর প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপ-সচিব, এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মঞ্জুরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

সওজ বিভাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও অপসারনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও পর্যাপ্ত র‌্যাব বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।

ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী বলেন, উচ্ছেদের পূর্বেই ইতিমধ্যে দু’দিনে ছাতকবাজার থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ দখলদার মালিককে আলাদা করে লিখিত নোটিস দেয়া হয়েছে।

আরও পড়ুন

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান

পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন- নাহিদ ইসলাম

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন