ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতক থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান নামছে সড়ক ও জনপথ বিভাগ

প্রতিবেদক
admin
২৪ নভেম্বর ২০১৯, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

অলিউর রহমান স্টাফ রিপোর্টারঃ

ছাতক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নামছে সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে অভিযান পরিচালনায় পুলিশ বাহিনীর পাশাপাশি সিলেট র‌্যাব-৯ অধিনায়ক বরাবরেও পত্র দেওয়া হয়েছে।

ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত সড়ক ও জনপথের ভূমিতে স্থাপনা দখলে রাখা মালিকদের উদ্দেশ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে বুধবার সকাল থেকে দিনভর ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মাইকিংও করা হয়েছে।

২৬ নভেম্বর এ উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানা গেছে।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদরের নীলপুর বাজার ও ওয়াজেখালী বাজারসহ বিভিন্ন অংশ জবরদখল করে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সড়ক পথের প্রতিবন্ধকতা দূর করতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে এসব অবৈধ দখলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সওজ’র প্রধান কার্যালয়ে পত্র দেওয়া হয়। এর প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপ-সচিব, এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মঞ্জুরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

সওজ বিভাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও অপসারনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও পর্যাপ্ত র‌্যাব বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।

ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী বলেন, উচ্ছেদের পূর্বেই ইতিমধ্যে দু’দিনে ছাতকবাজার থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ দখলদার মালিককে আলাদা করে লিখিত নোটিস দেয়া হয়েছে।

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য

অনির্দিষ্টকালের জন্য তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি

টেকনাফ মাদক পাচারকারী চক্রের বাড়ির ছাদে গোপন কুঠুরিতে মিললো২০হাজার ইয়াবা,আটক-১