ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতকে উদ্ধারকৃত তিনটি মোটর সাইকেল; ছাত্রদল নেতার নামে গাড়ি ছিনতাইয়ের মামলা

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০১৯, ১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

হাছান আহমেদ,
ছাতক প্রতিনিধি::

ছাতক উপজেলা ছাত্রদলনেতা ইজাজুল হক রনি গাড়ি ছিনতাইয়ের মামলায় আত্নগোপনে রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য হণ্যে হয়ে খুঁজছে, সে পলাতক থাকায় তাকে পাচ্ছে না বলে জানান পুলিশ। ইজাজুল হক রনি সিলেট-সুনামগঞ্জ আন্তঃজেলা গাড়ি ছিনতাইয়ের সক্রিয় সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ জানিয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে ছাতক শহরে সুরমা নদীতে তার নিদেশেই মুক্তির গাও.তাতিকোনা বৌলা ও কালারুকা পারকুল ও চেঙ্গেরখালসহ ১০ স্থানে নৌ-পথে ব্যাপক চাদাবাজির অভিযোগ উঠে আসছে। এসব স্থানে তারই ইশারা ও নিদেশেই নৌ পথে নৌকা আটকিয়ে জোরপুবক চাঁদা টাকা আদায় ঘটছে প্রতিনিয়তভাবে। তার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সিন্ডিকেট বাহিনী গড়ে উঠেছে পৌর শহরে। তার প্রধান সহযোগি পলাশ দাস পুলিশের হাতে ধরা পড়ায় পর্দার আড়ালে অনেক অজানা রহস্য রেব হয়ে আসছে জনসম্মুখে।
এ ঘটনার রহস্য ভিন্নখাতে নিতে একটি প্রভাবশালী চক্র কোমর বেঁেধ মাঠে নেমেছেন। তার বিরুদ্ধে মাদক, সুরমা নদীতে চাদাবাজি ও গাড়ি ছিনতাই সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বলছে, রনিকে আটকের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের একটি সূত্র জানায়, রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকেই ছাত্রদল নামধারি ইজাজুল হক রনি পলাতক রয়েছে। ইতিমধ্যে পুলিশের এস আই শামীম আকনজি বাদী হয়ে গত ১১ নভেম্বর মামলা নং (১২) ইজাজুল হক রনি আসামী করে গাড়ি ছিনতাইয়ের নিয়মিত মামলা থানায় দায়ের করা হয়। এঘটনায় পুলিশ মোটর সাইকেলসহ পলাশ দাস নামে একজন যুবককে আটক করেছে।সে উপজেলার কালারুকা ইউনিয়নে পীরপুর গ্রামে নিপেন্দ্র দাসের পুত্র। আটকৃত পলাশ দাসের দেয়ায় জানা অজানা চাঞল্যকর
স্বীকারোক্তিমুলক বক্তব্য ইজাজুল হক রনি ও তার ছোট ভাই জনির মোটর সাইকেল ছিনতাই ও সুরমা নদীতে তার নিদের্শেই একাধিক স্থানে চাদাবাজির রহস্য বের এসেছে। এঘটনার পর ছাতক উপজেলা ছাত্রদলের নেতা ইজাজুল হক রনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামে শরিফ হোসেন সুরুজ আলীর পুত্র রনি ও জনি। সহোদয় দু’জন মিলে- মিশে ছাতক, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, দোয়াবাবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে গাড়ি ছিনতাইয়ে ঘটনা ঘটিয়ে ধরা ছোয়ার বাইরে থাকে রনি ও জনি। লাখ টাকার গাড়ি নামে মুল্য গাড়ি বিক্রি করেন তারা।তারা গাড়ি ব্যবসার আড়ালে ছিনতাই করে আসছে। এ মামলার তদন্তকারি এস আই হাবিবুর রহমান পিপিএম জানান,এ চক্রের কাছ থেকে তিনটি ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছে।##

239 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন

ঘটমাঝি ইউনিয়নের মানুষের আস্থার নাম আক্তার হোসেন

রাজনৈতিক সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে খাদে পড়া বাসের চাপায় মা-মেয়ে নিহত

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন

সুন্দরবনে অবৈধ মাছ ধরা রোধে অভিযান চলমান

মোয়াজ্জেম ছদ্মবেশী হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান