মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পাইকপাড়া নিশান সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ জুন) রাতে সংসদের নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে জাহিদুল ইসলাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মিজানুর রহমান ১৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন মোজাহার হোসেন ও সহ-সভাপতি পদে মজিবর রহমান নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় ছিলেন আনোয়ার হোসেন, আব্দুস সামাদ ও মোকলেছার রহমান। ওই রাতেই সর্বসম্মতিক্রমে নিশান সংসদের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।