শিক্ষার্থীদের নৈতিক, মানবিক গুণাবলীর সমন্বয়ে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের স্কাউটারা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ রাখবে। তাই স্কাউটিং কার্যক্রমকে জোরদার করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল আয়োজিত ডে ক্যাম্পের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
টাইগারপাসস্থ আঞ্চলিক সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। এতে প্রধান অতিথি ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। আঞ্চলিক যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান চৌধুরীর স্বাগত বক্তব্যে এবং এডি ফিরোজ ইমরান, স্কাউটার মোরশেদ আলম ও ফারুক ইসলামের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় উপ কমিশনার মোহাম্মদ শাহীন, মশিউর রহমান, আঞ্চলিক উপ কমিশনার অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি ফরিদুল আলম হোসাইনী।
এতে আরো উপস্থিত মো. আকতার হোসেন, শাহনেওয়াজ আলী মির্জা, মলয় কুমার দে, পার্থ প্রতিম দাশ, পীযূষ কুমার দে, বাবলা দে প্রমুখ।