ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বিএমএসএস আয়োজিত ওয়াক দ্য টক ২০২৪ : বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের বৃহত্তম ইভেন্ট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

রবিউল হাসান,চট্টগ্রাম:

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস) ১১ জুলাই ২০২৪-এ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘ওয়াক দ্য টক’ নামে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশ এর সহযোগিতায় এই উদ্যোগে দেশের আটটি বিভাগের ৪০টি মেডিকেল কলেজের ৫০০০ মেডিকেল শিক্ষার্থীর অংশগ্রহণে এটি বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় ইভেন্ট। এই বছরের ইভেন্টের থিম ছিল ‘সুস্থ জীবন, সুস্থ পরিবার’।

চট্রগ্রামে ইভেন্টটি দুপুর ৩টায় চট্রগ্রাম মেডিকেল কলেজ শুরু হয় এবং ৫টায় র‍্যালি হয়ে চকবাজার প্যারেড গ্র্যাউন্ড পর্যন্ত প্রায় ৫৫০ মেডিকেল শিক্ষার্থী এবং অতিথিরা হাঁটেন। ইভেন্টটি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিদের দ্বারা অলংকৃত হয়েছিল : চট্রগ্রামের মাননীয় মেয়র মো: রেজাউল করিম চৌধুরী, ডব্লিউএইচওর ইপিআই রিজিওনাল ডিরেক্টর ডাক্তার ইমং চৌধুরী, চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মাননীয় অধ্যক্ষ ডাক্তার শাহিনা আখতার ও উপাধ্যক্ষ ডাক্তার হাফিজুল ইসলাম , হল প্রভোস্ট ডাক্তার রেহনুমা উর্মি ।
প্রোগ্রামটি অতিথিদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যেখানে তারা জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। ডব্লিউএইচওর ডাক্তার ইমং চৌধুরী জনসংখ্যা স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দেন, আর মাননীয় মেয়র জনশক্তি বাড়ানোর এই প্রচেষ্টায় মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য শেষে, অংশগ্রহণকারীরা মেডিকেল কলেজ অডিটরিয়াম থেকে প্যারেড গ্রাউন্ড পথে যাত্রাশুরু করে। এই পদযাত্রার লক্ষ্য ছিল সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা।

এরসাথে মেরিন সিটি মেডিকেল কলেজ লোকাল কমিটি কর্তৃক মেধাভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।কাজী শাহাদাত উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সমন্বয়ক :জুলফিকার মোমিন রাফি , লোকাল কমিটির সভাপতি আফসানা রায়হান আখিঁ , লোকাল কমিটির আরেক সচিব তানজিম মালিহা, লোকাল কমিটির যোগাযোগ ও সমন্বয়ক: ফারজাহ্ নেওয়াজ নয়ন, লোকাল কমিটির পাবলিক রিলেশন ও কমিউনিকেশন অনসূয়া সেন অবন্তী , লোকাল কমিটির বাহ্যিক বিষয়ক সাওদা ইসলাম, আব্দুল হান্নান ও শায়লা সাথে লোকাল কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিন্টিং পার্টনার হিসেবে ছিল উদ্ভাষ-উন্মেষ এবং স্ন্যাকস পার্টনার হিসেবে ছিলো পেডিকেয়ার হসপিটাল ও ন্যাশনাল হসপিটাল।

ডব্লিউএইচওর সহযোগিতায় বিএমএসএস-এর সফলভাবে এত বড় আকারের একটি ইভেন্ট সংগঠিত করার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যমান উন্নয়নের প্রতি সম্মিলিত অঙ্গীকার প্রদান করে।

আরও পড়ুন

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা