ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সোমবার (১৯ মে) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন এবং সঞ্চালনায় ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক।

মানববন্ধনে গাজী মামুন বলেন, “সাংবাদিকরা সব শ্রেণির মানুষের সমস্যা তুলে ধরেন, অথচ আজ তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের ওপর হামলা করে কেউ পার পাবে না। সাংবাদিকরা কোনো দলের নন—তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করেন। কিছু অসাধু পুলিশ কর্মকর্তা, সরকারি আমলা, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ বা দুর্নীতির সুযোগ থাকতো না। অনেক ক্ষেত্রে দায়িত্বে অবহেলা করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও দায় এড়াতে পারেন না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য নুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য নাসিমা আক্তার রেনু প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের বুলবুল আহমেদ, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি রেজাউল কবীর রাজিব, দৈনিক বর্তমান কথা-এর প্রতিনিধি মাহবুবুল আলম জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সাজু, মো. সজীব, সহ-সম্পাদক মো. মোজাম্মেল সরকার, সমাজকল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরী এবং দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি তুষারসহ অনেকে।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ