সরল পথ
আসিব ইকবাল
দুনিয়াটা মস্ত বড় অনেক মনোহর,
পাহাড় সাগর নদী-নালা আছে ভূরি ভূরি।
ভালোবাসার মায়ার জালে আটকে গেছে সবাই,
দম্ভ ভরে এই দুনিয়ায় চলছি নিশ্চিন্তাই।
সারাটাদিন ভাবি শুধু নিজের ভালো মন্দ ,
কিভাবে গড়তে পারি দালান প্রাসাদ দন্ড।
আল্লাহ তায়ালার আদেশ নিষেধ মানার সময় নাই,
এই দুনিয়ায় লোভ লালসার পড়েছি ধোকায়।
মৃত্যু ঘন্টা বাজবে যখন নিশ্বাস হবে শেষ,
তখন মোরা আফসোস করবো সময় থাকবে না এক রেষ।
আল্লাহ তুমি ক্ষমা করো তুমি দয়াময়,
সবাই যেন চলতে পারি সরল পথের ঠিকানায়।