ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

শেরপুরে নানা আয়োজনে নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বৃহত্তম মিডিয়া গ্রুপ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন ২৪ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ৩০ জুলাই রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জ্বল, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ।

বাংলা টিভির জেলা প্রতিনিধি নাইম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান, শেরপুর ইয়্যুথ রিপোটারস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল২৪ প্রতিনিধি ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের দীপ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের আটটি ২৪ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলের মধ্যে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নিউজটোয়েন্টিফোর অন্যতম। যাত্রা শুরুর দ্রুততম সময়ের মধ্যে টেলিভিশনটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিউজটোয়েন্টিফোর সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রচার করছে। বক্তারা নিউজটোয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা শেষে অতিথিরা নিউজটোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র‌্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

340 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!