রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে জঁমকালো আয়োজনে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২) নামে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর বুধবার রাতে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টে রাংটিয়া সুপার স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাংটিয়া নাইট রাইডার্স।
খেলার শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১০৭ রান সংগ্রহ করে রাংটিয়া সুপার স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাংটিয়া নাইট রাইডার্স। অপরাজিত ৩৬ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন নাইট রাইডার্সের জিএম ফয়সাল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন সুবর্ণ।
সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, সাংবাদিক এসএম জুবায়ের দীপ, ইউপি সদস্য জাহিদুল হক মনির, আম্পায়ার সুমন সোহানুর ও রহমত আলী, ধারাভাষ্যকার আশরাফুল আলম, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়।