ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে শেরপুর জেলা সমিতির নেতৃত্বে আজহারুল-শুভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :

‘এসো মিলি মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে শেরপুর জেলা সমিতি’র নতুন কমিটি। এতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো. আজহারুল ইসলাম রাজা -কে সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. জোবায়ের হোসেন শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে “নবীন বরণ, বিদায় সংবর্ধনা ” অনুষ্ঠানে ২০২৪-২০২৫ সালের আংশিক কার্যনির্বাহী এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মজনু খান, মো. শাকিল হোসেন, জোবায়ের আলম, সারোয়ার হোসেন সারজিদ কারিমুল হক, উম্মে হাবিবা মারিয়া, সুমাইয়া কবীর অধরা যুগ্ম সাধারণ। সাংগঠনিক সম্পাদক আতিক তালুকদার

কমিটির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সহ- সভাপতি মো: আরিফ মিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. হাবিবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ), বিশেষ অতিথি অধ্যাপক ড.গোলাম কিবরিয়া ফেরদৌস (সমাজকর্ম বিভাগ), অধ্যাপক ড.মো. আনিসুজ্জামান (দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক মো.আরিফুল ইসলাম (রাজশাহী কলেজ), সহযোগী অধ্যাপক কে. এম. মাহফুজুর রহমান (রাজশাহী কলেজ)। তারা প্রত্যেকে শেরপুর জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং শেরপুর জেলা সমিতির সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এসময় অধ্যাপক ড.গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শেরপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমিতি সর্বদা কাজ করবে বলে আমি মনে করি। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কাজে এই জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কাজ আরো বৃদ্ধি করতে হবে। আর সবার একসাথে মিলেমিশে কাজ করলে যেকোনো বিষয়ে উন্নতি সম্ভব। তাই আমরা সকলে একসাথে কাজ করবো এবং শেরপুরকে নিজেদের কাজের দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবো।

নতুন কমিটির ঘোষণা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান। তিনি বলেন, তিনি এই সমিতির উপদেষ্টা পরিষদ, অ্যালামনাস এবং সকল সদস্যদের নিয়ে একসাথে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সমাজে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তুরন কান্তি দাস, সম্পাদক জয়ন্ত সেন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য

অনির্দিষ্টকালের জন্য তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি