ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে শাটার ভেঙে দোকানে চুরি, ৫০ হাজার টাকার মালামাল লুট

প্রতিবেদক
রংপুর ব্যুরো
১২ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে সুমন স্টোর নামের এক দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রায় নগদ অর্থসহ ৫০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর। রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী হলেন মো. বেলাল হোসেন। তিনি রাজশাহীর মেহেরচন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তর থেকে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন বেলাল। প্রতিদিনের মতো রোববার দিনগত রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সকালে এসে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে। দোকান গিয়ে দেখেন দোকানের শাটারের তালা ভাঙ্গা। দোকানের ক্যাশে নগদ ১২ হাজার টাকা, সিগারেটের বক্স, সাবানের বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দোকানদার বেলাল হোসেন বলেন, আমি কালকে রাত সাড়ে এগারোটায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে জানতে পারি, আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি আমার দোকানের সার্টার ভেঙে দোকানে চুরি করেছে। আমার নগদ ১২ হাজার টাকা এবং প্রায় ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এক টাকার কয়েনও রাখে নাই।

তিনি আরও বলেন, আমি গত শনিবার নতুন মাল তুলেছি দোকানে। কে বা কারা চুরি করেছে আমি কিছুই জানি না। তবে যদি কোন শিক্ষার্থী চুরি করে থাকে, সে আমার সাথে চরম অন্যায় করেছে। কারণ অনেক ছাত্রদের ফরম ফিল-আপ, ভর্তি বাবদ আমার কাছে টাকা ধার চাইলে, আমি তাদেরকে দিয়ে থাকি। অথচ আমার দোকানই চুরি হয়েছে এটা মেনে নিতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমি এ বিষয়টি শুনেছি। ভুক্তভোগী আমাকে ফোন দিয়েছিল। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রক্টর বরাবর অভিযোগ দিলেও মেলছে না প্রতিকার। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি দুটি দোকানের হুক বা বালা কেটে নগদ অর্থ ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

গত ১ ফেব্রুয়ারি রাতে পরিবহণ মার্কেটের ২৪ নম্বর দোকান ‘হুমায়ুন টেলিকম’ থেকে নগদ দেড় লাখ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও চারটি ফোন চুরি হয়। ঠিক এর পাশের ২৩ নম্বর দোকান ‘শাকিক কম্পিউটার-২’ থেকে নগদ ৩০ হাজার টাকা চুরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারায় এমনটি ঘটছে বলে অভিযোগ দোকানিদের।

আসাদুল্লাহ গালিব

811 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল