ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে আসা পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০১৯, ১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২১,২২ অক্টোবর অনুষ্টিত ভর্তি পরীক্ষায় যারা অংশ গ্রহন করতে যাচ্ছো তাদের জন্য কিছু দৃষ্টি আকর্ষণ ।

১। সবাইকে দুই কপি করে এডমিট কার্ড দেয়া হয়েছে। একটা এপ্লিকেন্ট কপি আর একটা বিশ্ববিদ্যালয় কপি।

২। প্রত্যেক পরীক্ষার্থী কে দু টা কপি ই পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। আর দুটা কপি তে ই নিজের সাক্ষর দিতে হবে। পরীক্ষার হলেও সাক্ষর দেয়া যাবে অথবা আগেই সাক্ষর দিয়েও নিয়ে যাওয়া যাবে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অথবা যে কোন ভাবেই সাক্ষর দেয়া যাবে।

৩। এইচ এস সি এর মূল রেজিষ্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে।

৪। আলাদা আর কোন ছবি বা অন্য কিছু আনার দরকার নাই।

৫।পরীক্ষার হলে সবাইকে এমনভাবে আসতে হবে যেন কান দেখা যায়।

৬। কোন ধরণের ইলেকট্রনিকস ডিভাইস সাথে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

ভর্তি পরীক্ষার সময়সূচি নিরূপ:
🕤🕙🕥
২১.১০.২০১৯ সােমবার ⇨
ইউনিট-A গ্রুপ-১ রােল: ১০০০১-২৫৫৬৫
সকাল ০৯:০০ থেকে ১০:৪৫

⇨ইউনিট-A, গ্রুপ-২ রােল : ৫০০০১ – ৬৫৫৬৪
⇨সকাল ১১:৪৫ থেকে ০১:৩০

🕒🕒🕒
ইউনিট-B, গ্রুপ -১ (বাণিজ্য) রোল⇨১০০০১-১৮৬৩৭
বিকেল ০৩:০০ থেকে ০৪:৪৫।

ইউনিট-B.গ্রুপ-২ (অ-বাণিজ্য)
ব্রোল : ৮০০০১- ৮৭০৯৫
বিকেল ০৩:০০ থেকে ০৪:৪৫।

🕘🕘🕘
☞২২.১০.২০১৯
ইউনিট-C,গ্রুপ-১ (বিজ্ঞান)
মঙ্গলবার,রােল :১০০০১ – ২৫২৫৭
সকাল ০৯:০০ থেকে ১০:৪৫ |

🕥🕥🕥
ইউনিট-C, গ্রুপ-২ (বিজ্ঞান)
মঙ্গলবার,রোল : ৫০০০১ – ৬৫২৫৬
⇨সকাল ১১:৪৫ থেকে ০১:৩০

ইউনিট-C, গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)
রােল : ৮০০০১ – ৮০৭১৬
⇨সকাল ১১:৪৫ থেকে ০১:৩০

প্রতিটি পরীক্ষার সময়কাল ১ ঘন্টা ৪৫ মিনিট। এর মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ (MCQ), পৰ্ববর্তী ১৫ মিনিট
এমসিকিউ (MCQ) উত্তরপত্র সংগ্রহ ও লিখিত এসএকিউ (SAQ) পরীক্ষার উত্তরপত্র প্রদান করা হবে। শেষ ৪০
মিনিট লিখিত এসএকিউ (SAQ) পরীক্ষা হবে। এমসিকিউ (MCQ) পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না।
.
.
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবিতে প্রতি আসনে লড়াই করবেন প্রায় ২০ জন করে।

রাবির তিনটা ইউনিটে মোট চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৭৮০৯০ জন।
A-Unit: ৩১১২৯ জন
প্রতি আসনে লড়াই করবেন প্রায় ১৬ জন করে।

B-Unit:১৫৭৩২ জন
প্রতি আসনে লড়াই করবেন প্রায় ২৯ জন করে।

C-Unit:৩১২২৯ জন
প্রতি আসনে লড়াই করবেন প্রায় ২২ জন করে।

#রাবির ভর্তি পরীক্ষা (২০১৯-২০)
পরীক্ষার পদ্ধতি+ মার্কস+,সাবজেক্ট সমূহ
##A+B+Cইউনিট_মানবিক+সাইন্স+কমার্স+_বিভাগ পরিবর্তন

ইউনিটA⇨পরীক্ষার ধরণ
#মোট সময়>১০০ মিনিট
⇨১.এমসিকিউ ৬০ টি ৬০×১=৬০> সময় ৫০ মিনিট
⇨২.লিখিত প্রশ্ন ২০ টি ২০×২=৪০>সময় ৪০ মিনিট

#পরীক্ষা_হবে_এমসিকিউ+লিখিত
#পাশ মার্কস☞একত্রে >৪০ অর্থাৎ এমসিকিউ +লিখিত মিলিয়ে ৪০ পেতে হবে।

#আসনের সর্বোচ্চ ১০ গুন পরীক্ষার্থীদের খাতা দেখবে যারা এমসিকিউ ভালো করবে।

#এমসিকিউ প্রশ্নে নেগেটিভ মার্কস থাকবে নাএবং লিখিত পরীক্ষাতে কোন নেগেটিভ মার্কস থাকবে না।

#রেজাল্টে কোন নাম্বার নাই।

#সব মিলিয়ে ৪০ পেলেই পাস।

সকলের জন্য শুভ কামনা…।।

153 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা