ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শীতে রোগবালাই থেকে রক্ষা পেতে করণীয়

প্রতিবেদক
admin
৫ নভেম্বর ২০১৯, ২:৫৪ অপরাহ্ণ

Link Copied!

ফার্মাসিস্ট সারোয়ার হোসেন :

এলো শীত।ইট-পাথরের শহরে পুরোপুরি প্রকোপ না দেখা গেলে ও গ্রামে কিন্তু অলরেডি শীত দেখাচ্ছে তার নিজস্ব ধামাকা।হিম কুয়াশার বেড়াজালের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বালাইয়ের প্রকোপ।যেমন: জ্বর,কাশি,বুকে কফ জমা,ঠান্ডায় নাকের মাংস বাড়া,পা ফাটা,ঠোট ফাটা,ঠান্ডা জনিত এলার্জি এবং আরো নানাবিধ রোগ-ব্যাধি।আর এই হিম-ঝড়া শীতে নিজেকে বালাইমুক্ত রাখতে মেনে চলুন জনপ্রিয় মডেল ফার্মাসিস্ট সারোয়ার হোসেনের এই দশ
পরামর্শ-

১।বেশি বেশি পানি পান করতে হবে।শীতে অনেকেই পানি কম পান করেন।এটাইই কিন্তু আপনার জন্য কাল হয়ে দাড়াতে পারে।কোষ্ঠকাঠিন্য কিন্ত এই শীতেই বেশি প্রতাপ দেখায়।পানির পাশাপাশি আপনি খেতে পারেন অ্যালোভেরা এর জুস ও।যা খুব ফলপ্রদক আপনার দেহের জন্য।

২।”শীত যদি কাটাতে,চাও তুমি হরষে,গোসলের পর তুমি,মাখ দেহে সরষে”।এই শীতে দেহ- মন কে সজীব এবং গরম রাখতে এক অনন্য ভূমিকা পালন করে সরষের তৈল।এই শীতে আপনার মনে এক প্রাণবন্ত রসায়ন এনে দিতে পারে এই সরষে তৈল।

৩।আদা এবং লেবুর কুচি কুসুম গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকাল এ এক কাপ করে পান করুন।কথা দিলাম আপনার সারা টা দিন ভাল যাবে।

৪।ব্যায়াম করতেই হবে আপনাকে।শীত এলো বলে জড়োসড়ো হয়ে ঘরে বসে থাকলে চলবে না।শরীরের মাংসপেশীর নড়াচড়া আপনার কাজের ক্ষমতাকে দ্বিগুন বাড়িয়ে দিবে।

৫। শীতে ঠান্ডা-ফ্লু নিয়ে চিন্তিত বন্ধু?হিমঝড়া এ মাতাল দিনে,তোমার উত্তম সাথী হবে মধূ।রাতে এবং সকালে এক থেকে দু চা চামচ মধূ পান করুন।আপনার থেকে একশ হাত দূরে থাকবে ঠান্ডা জনিত ব্যাধিগুলো।

৬।সবুজ শাকসবজি এবং টাটকা ফলমূল খান।আর এই শীতে নিজেকে সুস্থ রাখেন।টাটকা ফলে রয়েছে ভিটামিন সি।যা আপনার ত্বক কে সুন্দর এবং মোহনীয় করে তুলে।

৭।ঘুম থেকে সকালে উঠার সময় আস্তে আস্তে করে উঠুন।শীতের রাতে রোমান্টিক স্বপ্ন দেখবেন ভাল কথা,কিন্তু ঘুম থেকে লাফিয়ে উঠবেন না।আচমকাই আপনার পেশীতে টান লাগতে পারে।সুতরাং সাবধানে ঘুম থেকে উঠতে হবে।

৮।পুষ্টিতে ঠাঁসা গাজরের রস,আপনার দেহে আনবে এক প্রাচীন কমনীয়তা।প্রচুর বিটা ক্যারোটিন আছে এতে।এই ফল খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৯।দেহে চনমনে ভাব আনতে, ভাল কোনো ময়েশ্চারাইজিং বডি ক্রিম ব্যাবহার করুন।হাতে পায়ে হালকা গ্লিসারিন মিশ্রিত পানি লাগাতে পারেন।

১০।শীত এসেছে।অলসতা এবং শয়তান যেন আপনাকে আকড়ে ধরতে না পারে,সদা সজাগ থাকুন।আলসেমির কবলে পড়ে নামাজ,কোরআন পড়া,প্রার্থনা করতে ভূলবেন না।নামাজ উত্তম ব্যায়াম।প্রত্যেহ সকালে ফজরের নামাজ পড়ে, মৃদু মন্দ বাতাসে গা ভাসিয়ে একটু খানি হাটুন।জীবনকে উপভোগ করুন।

আসুন সকলে এই শীতে রোগ বালাই কে ‘না’ বলি।নিজেরাই প্রতিরোধ গড়ে তুলি।

লেখক: মোঃ সারোয়ার হোসেন
– মডেল ফার্মাসিস্ট।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড