ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

যুদ্ধ চলাকালীন দুই ক্ষমতাধরের ইসরায়েল সফর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরেই মধ্যপ্রাচ্যে দুই দিনের সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইসরায়েলে পৌঁছার কথা রয়েছে তাঁর।

ডাউনিং স্ট্রিট জানায়, হামাসের হামলায় ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। এ ছাড়া শিরগিরই গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দেবেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাত করবেন। এর পর অন্যান্য এলাকায় যাবেন তিনি।

এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা সংশোধনের পর ৪৭১ জনে দাঁড়িয়েছে।

এর আগে, বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েল যান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রতি আবারও জোরালো সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েল তুমি একা নও, এ দুঃসময়ে আমেরিকাও তোমাদের পাশে আছে।’

এ সময় বাইডেন বলেন, ‘আজ হোক, কাল হোক, ইসরায়েল ভবিষ্যতে একটি নিরাপদ ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হবে । যারা শান্তির জন্য কাজ করে তাদের সকলকে সৃষ্টিকর্তা রক্ষা করুন, যারা এখনও ক্ষতির পথে রয়েছে তাদের রক্ষা করুন।’

এ সফরে বাইডেন গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ক্ষতিগ্রস্তদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তেল আবিব সফরের সময় জরুরি পরিষেবার প্রতিনিধিদের সাথেও দেখা করেন। এ সময় ওই দিনের প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন।

আরও পড়ুন

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত