অনলাইন ডেস্ক :
মোমবাতির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ছয় জন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। আগুনে পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছেন মালিক।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ঘটনাটি ঘটে ভারতের পুণের পিম্প্রি চিনচৌদ এলাকায়। দুপুর পৌনে তিনটায় দমকলকে ফোন করে আগুন লাগার খবর দেয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একাধিক ইউনিট। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি ছটি প্রাণ।
জানা গেছে,তারা সেই সময় কারখানা থেকে কোনওভাবেই বেরতে পারেননি। তবে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা চলছে তাদের।
তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পিম্প্রি চিনচৌদ পৌরসভার কমিশনার শেখর সিং জানান, জন্মদিনে যে ধরনের মোমবাতি ব্যবহার করা হয়, সেগুলিই এই কারখানায় প্রস্তুত করা হতো। যে কারণে প্রচুর পরিমাণ মোম মজুত ছিল। আর তা থেকেই আগুন ভয়াবহ রূপ নেই। বিপুল আর্থিক ক্ষতিও হয়েছে বলে খবর। পাশাপাশি এই কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপন যন্ত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।