মোস্তাকিম হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি কম হওয়ায় বেড়ে চলেছে ভারতীয় পেঁয়াজের দাম।
ভারতে কাচাঁ পণ্যের মূল্য নির্ধারন সংস্থা ন্যাপিড বাংলাদেশে পেয়াঁজ রপ্তানিতে রপ্তানি মূল্য দ্বিগুন করায় হিলি স্থলবন্দরে বেড়েছে পেয়াঁজের দাম । ২ দিনে ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি ৫ টাকা বেড়ে বন্দরে পেয়াঁজ দাম। যে পেয়াঁজ মঙ্গলবার বন্দরে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা।তবে গতকাল বৃহস্পতিবার স্থলবন্দরে বিক্রি হয়েছে পাইকারী ৬০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিতে ৭০ টাকা।
ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা “ন্যাপিড” হঠাৎ করে পেঁয়াজের রফতানি মূল্য সাড়ে ৩শ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নিধারণ করে। ফলে কমে যায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি।
আগের দেয়া সাড়ে ৩শ ডলারে এলসি গুলোর বিপরিতে ভারতের কাষ্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানির অনুমতি না দেয়ায় গত শনিবার থেকে বিপাকে পড়ে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।
।
এতো দিন প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩শ থেকে সাড়ে ৩শ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৮৫২ মার্কিন ডলারে ব্যবসায়ীদের আমদানি করতে হচ্ছে।
আমদানিকারক-মাহফুজার রহমন বাবু নিউজ ভিশন ৭১ বিডিকে জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। গত রবিবার ৮৫২ ডলার বৃদ্ধি হওয়ায় সাময়ীকভাবে বন্ধ ছিলো পেঁয়াজ আমদানি।সেই আমদানি করা পেয়াজ পাইকারী বাজারে বিক্রি হয়েছে প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা দরে। এদিকে ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দেয়ায় দেশের খোলা বাজারে পেঁয়াজের দাম আরও বেড়ে যাবার আশংখ্যা করছেন তারা।