মামুন শিকদার, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করতে পারিনি।
বুধবার (৩১ মে) রাত ১০ টার দিকে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্নের চালানটি আটক করে।
বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাচঁ ভূলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে। এক সময় একজন লোককে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি পোটলা পড়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। এবং সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। স্বর্নের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।