ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শান্তিগঞ্জে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক চুরি, অভিভাবকদের অভিমত রহস্যজনক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার : শান্তিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিকবার চুরির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বৃহস্পতিবার (১২জুন) দিবাগত রাতে পুনরায় চুরির এ ঘটনা ঘটে।

স্হানীয়সূত্রে জানা যায়,শান্তিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১১ ঘটিকায় হঠাৎ প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী কিছু শিক্ষার্থীদের নিয়ে চিল্লাচিল্লি শুরু করলে আশেপাশে থাকা কয়েশ মিয়া, চন্দন কুমার দাশ ও নিজাম উদ্দিন সহ অনেকেই ছুটে যান। লোকজন জড়ো হলে প্রধান শিক্ষক চুরির ঘটনাটি বর্ণনা করেন। বর্ণনামতে, বিদ্যালয়ের বারান্দাটি গ্রিল দ্বারা আবদ্ধ এবং প্রবেশের জন্য দুটো দরজা রয়েছে। বারান্দার দুটো দরজার তালা অবিকল রেখে অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে অফিসেে থাকা একটি কম্পিউটার,একটি প্রজেক্টর ও একটি ওয়াইপাই রাউডার সহ ছোটখাটো অনেক জিনিসপত্র নিয়ে যায়। বারান্দার তালা অবিকল রেখে অফিসের তালা কেটে ভেতরে প্রবেশ করার বিষয়টি উপস্থিত অভিভাবকদের নিকট সন্দেহজনক বলে মনে হয়। বিগত সময়ে আরো একবার অত্র বিদ্যালয়ের তালা কেটে ছুরির ঘটনা ঘটে।

আনুমানিক মাস খানেক আগেও ঐ বিদ্যালয়ে নির্মাণাধীন নতুন ভবনের কার্যক্রমে আরো একটি মোটর মেশিন চুরির ঘটনা ঘটে। তাছাড়া বিভিন্ন সময়ে আরো গুরুত্বপূর্ণ আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী প্রতিটি চুরিকে ধামাচাপা দিয়ে রাখেন। বিভিন্ন সময়ে বিষয়গুলোতে গ্রামবাসী কথা বলতে চাইলে প্রধান শিক্ষক এলোপাথারীভাবে এড়িয়ে যান। তিনি গ্রামের কিছু লোকের সাথে বিরুপ আচরণ করেছেন বলেও জানা যায়। তাছাড়া বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়ম সম্পর্কে গ্রামবাসী কথা বলতে চাইলে তিনি তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন। এতে অভিভাবকদের অধিকাংশই প্রধান শিক্ষকের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিভাবকদের অবহিত করলেও করণীয় সম্পর্কে কারো কাছে কোন পরামর্শ চাননি তিনি। ৫ ই আগস্টের পর অন্তবর্তীকালীন সরকার কর্তৃক বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করা হলে অভিভাবক হিসেবেও কোন সদস্যদের সাথে সমন্বয়ে রাখেননি প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী।

এ বিষয়ে ফতেপুর গ্রামের নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, এই চুরি রহস্য জনক ও পরিকল্পিত।

এব্যাপারে প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী চুরির বিষয়টি নিশ্চিত করেন এবং উপজেলা শিক্ষা অফিসের পরামর্শক্রমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খান বলেন, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির বিষয়টি অবহিত হয়েছি এবং উক্ত বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দিয়েছি।

273 Views

আরও পড়ুন

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় সহপাঠীকে মারধরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই; প্রত্যাহার এস আই সঞ্জীব পাল

বাংলাদেশি প্রবাসী মুফতির দাওয়াতে দক্ষিণ কোরিয়ার তরুণীর ইসলাম গ্রহণ

কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পর্নো তারকা

নীলফামারীতে বার বার হামলার শিকার হয়েও আইনি সহায়তা পাচ্ছেনা সাংবাদিক

কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার