ইমরান উদ্দীন, স্টাফ রিপোর্টার(কক্সবাজার)
কক্সবাজারের রামুতে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ সিগারেটসহ ৫ চোরা কারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ।
এসময় তাদের কাছ থকে বিভিন্ন ব্রান্ডের ৯ বস্তা মিয়ানমারের সিগারেট এবং পাচারকাজে ব্যবহৃত নোয়া গাড়ি জব্দ করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এস আই ইয়াসিনের নেতৃত্বে পুলিশ ফোর্স রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে নোহা গাড়িসহ চোরাই পথে পাচার করে আনা বিপুল পরিমাণ সিগারেটসহ চোরা কারবারিদের আটক করা হয়।
আটককৃতরা হলো কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীর চর এলাকার (বর্তমানে ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি চেরাংঘাটা এলাকার) মৃত নুরুল আমিনের ছেলে সিন্ডিকেট প্রধান সাইফুর রহমান প্রকাশ সুজনসহ আরও ৪ জন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কোন অবস্থাতেই এসব পাচারকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে পাচারকারী চক্রের মুল হোতা সুজনকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।