মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক -জঙ্গি- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় পুলিশিং ডে উপলক্ষে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার হলরুমে র্যালী পরবর্তী আলোচনা সভায় মিলিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও থানার এস আই জহিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, থানার এসআই আনোয়ার হোসেন, মাহবুব আলম চটকদার, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, সমাজকর্মী হাজী সাইদুল ইসলাম,মতিউর রহমান সহ প্রমুখ।