ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাবা হারালেন ঢাকা মেইলের রংপুর প্রতিনিধি জীবন

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৩১ মে ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল, দৈনিক বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক ও সিটি প্রেসক্লাব, রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনের বাবা আজিজার রহমান ইন্তেকাল করেছেন।

বুধবার (৩১ মে) দুপুর একটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজিজার রহমান।

বুধবার বাদ আছর রংপুর নগরীর পশ্চিম নীলকন্ঠ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার পর পশ্চিম নীলকন্ঠ কবরস্থানে দাফন করা হবে।

রেজাউল করিমের বাবার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকার। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সহকর্মী রেজাউলের বাবার ইন্তেকালে ঢাকা মেইলের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন।

ছড়াকার ও সাংবাদিক রেজাউল করিমের বাবার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এছাড়া সিটি প্রেসক্লাব, রংপুরের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

469 Views

আরও পড়ুন

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে রমজান ও যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা কারাগার ডান্ডাবেরীর বাণিজ্য চরমে
জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

কবিতা:- ছোবল

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পর্যটন নগরীর নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কঠোর নজরদারি, ফিরছে পর্যটকদের আস্থা

ছাতকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

তা’মীরুল মিল্লাতে দাখিল ২৪ ও আলিম ২৬ ব্যাচের ‘ইনতিফাদা ইফতার মাহফিল’ অনুষ্ঠিত