ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাবা হারালেন ঢাকা মেইলের রংপুর প্রতিনিধি জীবন

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৩১ মে ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল, দৈনিক বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক ও সিটি প্রেসক্লাব, রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনের বাবা আজিজার রহমান ইন্তেকাল করেছেন।

বুধবার (৩১ মে) দুপুর একটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজিজার রহমান।

বুধবার বাদ আছর রংপুর নগরীর পশ্চিম নীলকন্ঠ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার পর পশ্চিম নীলকন্ঠ কবরস্থানে দাফন করা হবে।

রেজাউল করিমের বাবার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকার। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সহকর্মী রেজাউলের বাবার ইন্তেকালে ঢাকা মেইলের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন।

ছড়াকার ও সাংবাদিক রেজাউল করিমের বাবার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এছাড়া সিটি প্রেসক্লাব, রংপুরের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায়

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায়

যেখানেই অনিয়ম, দুর্নীতির খবর পাব, আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব-জেলা প্রশাসক শারমিন

স্বপ্ন থেকে সাফল্যে—চিকিৎসক মোস্তফার পথচলা