কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
সম্প্রতি ঢাকার কমলাপুররেলস্টেশনে রহস্যজনকভাবে নিহত কাপাসিয়া উপজেলার সনমানিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলামের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতি কাপাসিয়ার নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় শিক্ষক নেতৃবৃন্দ নিহত শিক্ষক আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি ইকুরিয়ায় যান। এ সময় শিক্ষকদের দেখে আশরাফুলের বিধবা স্ত্রী ও এতিম শিশু সন্তানরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নেতৃবৃন্দ বেশ কিছু সময় তাদের বাড়িতে অবস্থান করেন এবং সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনউদ্দিন, শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতি কাপাসিয়ার সহ-সভাপতি আমজাদ হোসেন, কল্যাণ সমিতির সদস্য শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান, আলীমনসুর কিরন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, ইকবাল হোসেন জসিম, শামীম আহমেদ, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।