ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রামুতে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামী নজিবুলকে জেল হাজতে প্রেরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মে ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

Link Copied!

সোহেল আরমান, কক্সবাজার :

রামুতে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামী নজিবুলকে হাজতে প্রেরণ করেছে আদালত।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মী হুমায়ুন বিন কাশেম হিরোকে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা করেন।

এঘটনায় গত ২ এপ্রিল হিরো বাদী হয়ে দুইজনকে আসামী করে রামু থানায় একটি এজাহার দায়ের করেন যার মামলা নং জি আর ১৪৬/২৩।

মামলা রুজুর পরবর্তী দীর্ঘদিন ধরে নজিবুল পলাতক ছিল। একমাস পর গত ২ মে (মঙ্গলবার) কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ নং আসামী নজিবুল হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণ করেন।

মামলার বাদী হুমায়ুন বিন কাসেম হিরো বলেন, আসামি নজিবুল একজন উগ্রবাদী লোক সেটা স্থানীয় লোকজন এবং এলাকার চেয়ারম্যান ও এমউপি সদস্য সকলে জানেন। সে ফৌজদারি অপরাধ করেছে তাই সমাজের চোখে এবং আইনের চোখে অপরাধী। আমি একজন আইনের ছাত্র তাই আইনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে উক্ত মামলাটি করেছিলাম। আদালতের প্রতি আমার দৃঢ বিশ্বাস ছিলো আমি ন্যায় বিচার পাবো এবং আমি সেটি পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে।

বাদী পক্ষের আইনজীবী এড. ফারহান খালিদ জানান, আসামী নজিবুলের বিরুদ্ধে দন্ডবিধি – ৩৪, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযুক্ত রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সরওয়ার কাজল বলেন, আইনের চোখে অপরাধী সর্বদা অপরাধী। আইনের চেয়ে কেউ বড় না।সন্ত্রাসী নজিবুল একজন হত্যাচেষ্টা মামলার আসামী হয়েও সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেয়েছিলো। দেশের আইন বিভাগ এখনো নিরপেক্ষ আছে বলে সে আইন থেকে পার পায়নি।

628 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা