সোহেল আরমান, কক্সবাজার :
রামুতে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামী নজিবুলকে হাজতে প্রেরণ করেছে আদালত।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মী হুমায়ুন বিন কাশেম হিরোকে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা করেন।
এঘটনায় গত ২ এপ্রিল হিরো বাদী হয়ে দুইজনকে আসামী করে রামু থানায় একটি এজাহার দায়ের করেন যার মামলা নং জি আর ১৪৬/২৩।
মামলা রুজুর পরবর্তী দীর্ঘদিন ধরে নজিবুল পলাতক ছিল। একমাস পর গত ২ মে (মঙ্গলবার) কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ নং আসামী নজিবুল হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণ করেন।
মামলার বাদী হুমায়ুন বিন কাসেম হিরো বলেন, আসামি নজিবুল একজন উগ্রবাদী লোক সেটা স্থানীয় লোকজন এবং এলাকার চেয়ারম্যান ও এমউপি সদস্য সকলে জানেন। সে ফৌজদারি অপরাধ করেছে তাই সমাজের চোখে এবং আইনের চোখে অপরাধী। আমি একজন আইনের ছাত্র তাই আইনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে উক্ত মামলাটি করেছিলাম। আদালতের প্রতি আমার দৃঢ বিশ্বাস ছিলো আমি ন্যায় বিচার পাবো এবং আমি সেটি পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে।
বাদী পক্ষের আইনজীবী এড. ফারহান খালিদ জানান, আসামী নজিবুলের বিরুদ্ধে দন্ডবিধি – ৩৪, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযুক্ত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সরওয়ার কাজল বলেন, আইনের চোখে অপরাধী সর্বদা অপরাধী। আইনের চেয়ে কেউ বড় না।সন্ত্রাসী নজিবুল একজন হত্যাচেষ্টা মামলার আসামী হয়েও সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেয়েছিলো। দেশের আইন বিভাগ এখনো নিরপেক্ষ আছে বলে সে আইন থেকে পার পায়নি।