কবে যাবো বাড়ি
মো: আরিফুল ইসলাম
ছেড়ে আসলাম সেই কবে প্রিয় বাড়িখানা,
কত জনম কেটে গেলো আপনজনদের দেখিনা।
কি অবস্থায় আছে সেই পুরনো ঘরখানি,
সমান্য বৃষ্টিতে যায় মেঝেতে পড়তো পানি।
এখনো কি আছে সেই পুরনো গোয়াল ঘর,
এইবার নিশ্চিত ভেঙে পড়বে যদি আসে ঝড়।
কত দিন হাঁটা হয় না গ্রামের কাঁচা রাস্তায়,
হাজারো স্মৃতি জড়িয়ে আছে বন্ধুদের আড্ডায়।
বুক ভরে নেওয়া হয় না গ্রামের বিশুদ্ধ বাতাস,
এক সময় ক্রিকেট খেলা ছিলো যার নিত্যদিনের অভ্যাস।
গ্রীষ্মের উত্তাপে যখন ভ্যাপসা গরম লাগতো,
পুকুরে পড়ে থাকতাম জলহস্তির মতো।
দেখা হয় না মা-বাবার অসহায় মুখ খানি,
সুখে কিংবা দুঃখে কেমন আছে জানি ?
দেখা হয় না তাদের কোমল চাহনি,
যেথায় তাকালে দূর হয় সকল গ্লানি।
করা হয় না ভাই বোনের রাগ অভিমান,
একটু পরেই ভুলে যেতাম সকল অপমান।
কাছে থাকলে হয় কতো মন মালিন্য,
দূরে গেলে মায়া বাড়ে ভাই-বোনের জন্য।
সবার কথাই মনে পড়ে জীব অথবা জড়,
কে জানে ঐ ছোট্ট শিশুটি হয়ে গেলো কত বড় ?
সবসময়ই একই সাথে থাকতাম যাদের,
কোটি বছর হয়ে গেলো দেখি না তাদের।
মো: আরিফুল ইসলাম
এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।