ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার : মালামাল উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ

Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর গ্রামে প্রণব সাহা টগর নামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধায় ডাকাতদল বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার,পিতলের রাধা-গোবিন্দ একটি মূর্তি ও পুজার সরংজমাদি লুট করে নিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯জনকে গ্রেফতারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। প্রণবসাহা ওই গ্রামের মৃত বলরামসাহার ছেলে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাড়ীর মালিক প্রণবসাহা বলেন,এদিন সন্ধায় গরুর খাদ্য নেয়ার জন্য বাজারে যাই। এর পর সাড়ে ৭টা বা ৮টা নাগাদ বাড়ী থেকে খবর আসে তার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। সাথে সাথে বাড়ীতে গিয়ে দেখি গ্রামের লোকজন জরো হয়ে গেছে। তিনি জানান,বাড়ীতে শুধু তার স্ত্রী শ্রীমতি ময়নারাণী একাই ছিলেন। সন্ধা পূজো শেষে ঘরে বসে মালা জপার সময় মূখোশ পড়া ডাকাতদল বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে ধারালো চাকু ধরে ময়নারাণীর হাত-পা,মূখ বেধে ২৬ হাজার টাকা,কানের দুল,হাতের বালা,পিতলের তৈরি রাধাগোবিন্দ একটি মূর্তি এবং পিতলের তৈরি পূজার সরংজমাদি নিয়ে পালিয়ে যায়।পরে স্ত্রী ময়নার চি’কারে প্রতিবেশির লোকজন ছুটে আসে।ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাতির সাথে জড়িত সন্দেহে গহেলাপুর মধ্য পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মমিন মন্ডল ওরফে ইদুৃন (২৬),গহেলাপুর কবিরাজ পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুদরানা (২৮),পশ্চিম গোবিন্দপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন জেমস(৩৫),বিলকৃষ্ণপুর গ্রামের সামচাঁনের ছেলে ইমদাদুল হক স্বপন(৩২),একই গ্রামের জামাল আলীর ছেলে মুনসুর মন্ডল(৩২),পশ্চিম চকবলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট(২৭),পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুর রহমান (২৬),গহেলাপুর (নিশ্চিন্দাকুড়ি) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদরানা(৩২) ও গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বরণ আলী(২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ২৬হাজার টাকা,পাঁচশত টাকার বিভিন্ন মূল্যমানের কয়েন,পিতলের তৈরি রাধাগোবিন্দ মূর্তিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছোড়া, একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে। এঘটনায় প্রণব সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ৫দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোর্পদ করা হয়েছে।

309 Views

আরও পড়ুন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত