ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে চেয়ারম্যান তারেক শরীফ

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০১৯, ১০:৩৩ অপরাহ্ণ

Link Copied!

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী

মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে সারসংক্ষেপ ইতিবৃত্তি ও শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন , যুগ যুগ ধরে স্ব-স্ব ধর্মীয় অনুশাসনের মধ্যদিয়ে এতদাঞ্চলের লোকজন সব ধর্মের সম্প্রীতি বজায় রেখে চলেছেন । এতে এ এলাকার সব ধর্মের মানুষের প্রতি সম্পর্ক আরো দৃঢ হচ্ছে । প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম সঠিক ভাবে অনুশরন করলে কখনো সে অন্যায় কাজ করতে পারবে না । আমরা মানুষ হিসেবে একে অপরের প্রতি সুহার্দপুর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করে অত্র ইউনিয়ন কে সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে একটি মডেল ইউনিয়নে রুপান্ত্রিত করতে সর্বাত্বক চেষ্টা অব্যাহত রাখব । মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে ৩০ অক্টোবর বুধবার দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে উদ্বোধনী আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন , কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । পরে ইউপি চেয়ারম্যান তারেক শরীফ তার ব্যাক্তিগত তহবিল থেকে বিহারের উন্নয়নের জন্য নগত ১ লক্ষ টাকা অনুদান দেন । উক্ত মহাদানানুষ্টানে সকালের মহা সঙ্ঘদানে সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মপাল মহাথের মহোদয়-অধ্যক্ষ জলদী ধর্মরত্ন বিহার। উপস্থিত লোকানন্দ মহাথের- সহসম্পাদক সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভা। প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন , সিদ্ধি পুরুষ বিয়নে সুশীল বৌদ্ধ ভিক্ষু সুচরিতগুণ সম্পন্ন ভদন্ত প্রজ্ঞারত্ন থের- মহেশখালী শীলরক্ষিত বন বিহার। বিষেশ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হাসান বশির । ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত দয়ানন্দ মহাথের-অধ্যক্ষ মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ মহাবিহার, ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, শীলমিত্র স্থবির মহোদয় । অনুষ্ঠানে সম্পাদকীয় বক্তব্য রাখেন বাবু মাষ্টার জেমসেন বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বাবু রতন বড়ুয়া সুবোধী , দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো মহোদয়-বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি । প্রধান ধর্মদেশক হিসাবে বক্তব্য রাখেন ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো-চেয়ারম্যান কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ। এতে আরও ধর্ম আলোচনায় বক্তব্য রাখেন , প্রভাষক ভদন্ত সুনন্দ স্থবির, ভদন্ত দিপানন্দ স্থবির, ভদন্ত পণ্ডিত ধর্মমিত্র স্থবির, মাষ্টার ছধির বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনায় বাবু সর্বানন্দ বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন , ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু ও মাষ্টার বাবু সুগত বড়ুয়া । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ জাহাঙ্গীর , ইউপি সদস্য লিয়াকত আলী খাঁন , ইউপি সদস্য মোস্তাক আহমদ , আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু , মৌঃ মোজাম্মেল হক , শরীফুল ইসলাম প্রমূখ । এর আগে একই দিন বিকালে কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঝাপুয়া একাডেমি স্কুলের জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । চেয়ারম্যান তারেক শরীফ ঝাপুয়া একাডেমি স্কুলের ভাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য তার নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন ।

199 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা