স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বনিক সমিতির পহেলা বৈশাখের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্বম্ভরপুর মিনি স্টেডিয়ামে উপজেলা বনিক সমিতির আয়োজনে পহেলা বৈশাখের ফুটবল টুর্নামেন্টে
উপজেলার বনিক সমিতির সভাপতি সিব্বির আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান।
খেলায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বম্ভপুর পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান, এফসিএ শাহজাহান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক।
খেলা পরিচালনা কমিটিতে ছিলেন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সৈয়দ আকরাম হোসেন, সদস্য আলামিন আবু সিদ্দিক, আবুল খালেক। খেলা পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠক ও সাবেক ফুটবলার সার্জেন্ট জিয়াউর রহমান অবঃ বিএসএস। খেলায় সবর্মোট ২৮ টি দল অংশগ্রহণ করে সুন্দর খেলা উপহার দেন। হাজার দর্শক আনন্দঘন মুহূর্ত অনুভব করেন। দর্শকরা সবাই চায় আমাদের স্টেডিয়ামে সব সময় খেলার আয়োজন হোক।