ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নবীগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মামলায় ইউপি সদস্য দুলাল কারাগারে

প্রতিবেদক
admin
২৭ নভেম্বর ২০১৯, ১২:৩০ অপরাহ্ণ

Link Copied!

মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলাধীন পারকুল সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রায় সোয়া ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মামলায় ইউপি সদস্য দুলাল মিয়ার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল ২৫ নভেম্বর সোমবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম শুনানি শেষে এ আদেশ দেন। দুলাল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউ/পি সদস্য।

সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা কেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড গেল মে মাসে শ্রমিকদের মাসিক বেতনের টাকা দিচ্ছিলেন। এসময় ওই এলাকার সাজু ও সাঈদ অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে ১২ লাখ ২৬ হাজার টাকা নিয়ে চলে যান।

তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ঘটনাটি হেড অফিস ও নবীগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই কাওসার আহমেদসহ একদল পুলিশ পারকুল গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় দুলাল মিয়ার ঘর থেকে দুজনকে আটক করে। তাঁদের কাছ থেকে ৭ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোম্পানি সূত্র জানায়, ইউপি সদস্য দুলাল মিয়াসহ এলাকার কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী লোক নিয়মিত চাঁদা আদায় করতো। তারা কোনো কাজকর্ম ছাড়া ‘কোম্পানিকে দেখে রাখবেন’ বলে মাসিক চাঁদা আদায় করেন। ছিনতাইয়ের ঘটনায় আটককৃত দুজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দুজনকে আসামী করে বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড এর সহকারী পরিচালক উত্তম কুমার মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ইউপি সদস্য দুলাল মিয়ার সংশ্লিষ্টতা থাকায় তাকেও আসামী করে চার্জশীট দাখিল করা হয়।

এ মামলায় গত সোমবার আদালতে হাজিরা দেন দুলাল মিয়া। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম শুনানি শেষে দুলাল মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ