ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে২২হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচাকারীকে আটক করেছে বিজিবি।আটক হলেন,হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের মৃত হোছনের স্ত্রী রহিমা খাতুন(৫৩)।(১৩ অক্টোবর)রবিবার সকালে হ্নীলা ইউপি জালিয়াঘাটা মাদ্রাসা সংলগ্ন প্রধানসড়কে অস্থায়ী চেকপোষ্ট হতে তাকে আটক করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)জানান,সকালে হ্নীলা ইউনিয়নের জালিয়াঘাটা এলাকা হতে ইয়াবার একটি বড় চালান আলীখালী গ্রামে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল জালিয়াঘাটা মাদ্রাসা সংলগ্ন টেকনাফ-কক্সবাজার প্রধানসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে সকল প্রকার যানবাহন ও মানুষ তল্লাশীর কাজে নিয়োজিত হয়। কিছুক্ষণ পরে উক্ত চেকপোষ্টের সামনে দিয়ে একজন মহিলা হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশীর জন্য থামানো হয়। চেকপোষ্টে কর্মরত নারী সৈনিক দ্বারা তার শরীর তল্লাশী করে বুকের ভিতর হতে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায়৬৬লাখ টাকা মূল্যমানের২২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।ইয়াবা ট্যাবলেটসহ ধৃতকে মাদক আইনে মামলা দায়ের করে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।