
ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে ছেলের ক্যারাম খেলা নিয়ে সংঘাতে এক কিশোরের ছুরিকাঘাতে রাজিয়া বেগম(৩৩)নামে এক নারীকে খুন করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার(১১জুন)রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রাজিয়া টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার কবির আহমদের স্ত্রী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান,বুধবার রাতে সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ায় রাজিয়া বেগমের কিশোর সন্তানের সাথে প্রতিবেশি এক কিশোরের ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘাত হয়।খবর পেয়ে মা ঘটনাস্থলে গিয়ে সংঘাতে জড়িত কিশোরকে বকাবকি করেন।এই সময় ওই কিশোর রাগান্বিত হয়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে নারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।আহত নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ওখানে কর্তব্যরত ডাক্তার রাজিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।ওখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান,ঘটনার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নিয়েছে।উদ্ধার হয়েছে ছুরিটিও।এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন তিনি।তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোরের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
185 Views