ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

এক মাসে দুই শতাধিক বিরোধ নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করলেন বড়ঘোপ ইউপির চেয়ারম্যান

প্রতিবেদক
admin
২৮ অক্টোবর ২০১৯, ১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ

গত ৩ সেপ্টেম্বর’১৯ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্যদিয়ে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন নব নির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন। এর মধ্যেই প্রায় দুই শতাধিক পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আন্তরিকতা থাকলে সবকিছু সম্ভব বলছিলেন বড়ঘোপ ইউপির এক সদস্য।
একদিন সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান কিছু কাগজপত্র নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন। সামনে বাদী-বিবাদী উভয় পক্ষ বসে আসেন। সাথে আছেন সালিশকার এবং স্বাক্ষীগনও। তারই এক ফাঁকে কথা হয় বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটনের সাথে।
কথা বলে জানা যায়, তিনি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে মোট ১৬২টি অভিযোগ তার কাছে জমা পড়েছে। তার মধ্যে পুরাতান বিরোধ রয়েছে ৫২ টি। এসব বিরোধের বেশীর ভাগই পারিবারিক এবং জায়গা জমি সংক্রান্ত। ইতোমধ্যে এসব বিরোধের ৭০টি নিষ্পত্তি করেছেন।
সপ্তাহে দুইদিন যথাক্রমে- রবি ও বৃহষ্পতিবার গ্রাম আদালতের মাধ্যমে শালিসী বোর্ড গঠন পূর্বক সরেজমিন পরিদর্শণ করে বিরোধ নিষ্পত্তি করায় বড়ঘোপসহ বিভিন্ন এলাকার মানুষ তার কাছে ছুটে আসছে। এরই মধ্যে শতাধীক পারিবারিক বিরোধ মৌখিকভাবেও সমাধান করে দিয়েছেন বলে জানান তিনি।
প্রতিধার্য্য দিবসে তিনি ২৫টি করে বিরোধের বিচারকার্য পরিচালনা করছেন। ফলে বিচারপ্রার্থীরা কম সময়ের মধ্যে কোন ধরনের হয়রানী ও ভোগান্তী ছাড়াই বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। মাত্র বিশ টাকা খরচ করে সিভিল মামলা এবং দশ টাকা খরচে মিলছে ফৌজদারী মামলা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সুযোগ।
তিনি জানান, এরই মধ্যে ইউপির গ্রাম আদালতে দায়ের হওয়া ৭০টি বিরোধ ইউপির মেম্বার ও শালিসীবোর্ডের সহযোগিতায় নিষ্পত্তি করতে সক্ষম হয়েছেন এবং বাকী বিরোধগুলোও সমাধান হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, আমি চাই সকলের সম্প্রীতি ও সহযোগিতাই বড়ঘোপ ইউয়িনকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও অবকাঠামোগতভাবে উন্নয়নয়ের মাধ্যমে পর্যটন বান্ধব একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।
এদিকে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটনের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার কার্যের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন ইউনিয়ন থেকে বিচারের জন্য তার কাছে ভিড় জমাচ্ছে বিচার প্রার্থীরা।
উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন থেকে আসা এক বৃদ্ধ বলেন, বড়ঘোপের নতুন চেয়ারম্যানের সঠিক জেনে বিচার নিয়ে তার কাছে ছুটে এসেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মধ্যবয়সী ব্যক্তি বলেন, ছোটন সাহেব কাগজপত্র ভালো বুঝেন। তাই তিনি কোনটি সত্য,কোনটি মিথ্যা ধরতে পারেন। তার কাছে কেউ মিথ্যা বলে পার পাবে না।
তবে, সকলেই যে তার সুনাম করছে তা কিন্তু নয়, নিন্দুকেরা ঠিকই নিন্দা করতে ছাড়ছে না। এখন দেখার বিষয় সবকিছু মাড়িয়ে তিনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে দাঁড় করাতে পারেন।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।