ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আবরার ফাহাদ হত্যার ১৪ নং আসামী শামিম বিল্লাহ সাতক্ষীরা থেকে আটক

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০১৯, ১০:৩৯ অপরাহ্ণ

Link Copied!

শেখ রিপন,সাতক্ষীরা :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী শামিম বিল্লাহকে আটক করেছে ডিবি পুলিশ।
প্রযুক্তির সহায়তা নিয়ে ১১ অক্টোবর শুক্রবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের নানা বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে পার্শ্ববর্তী খানপুর ইছাকুড় গ্রামের আমিনুর রহমান বাবলুর রহমানের একমাত্র ছেলে। শামিম বিল্লাহ বুয়েট ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় তার বাবার দায়ের করা মামলার ১৪ নং আসামী ছিলেন শামিম বিল্লাহ। শামিমের চাচা লাভলুর রহমান এবং দাদা আতিয়ার রহমান জানান, শুক্রবার বেলা তিনটার দিকে সাদা পোশাকধারী একদল পুলিশ সদস্য ভুরুলিয়া গ্রাম থেকে শামিম বিল্লাহকে আটক করে নিয়ে যায়।
তারা আরও জানায় শামিম বিল্লাহ ভুরুলিয়া গ্রামে বসবাসরত তার নানা অবসরপ্রাপ্ত শিক্ষক গঞ্জর আলীর বাড়িতে অবস্থান করছিল।
এদিকে শামিম বিল্লাহর দাদি মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা জানিয়েছে শামিম বিল্লাহ দু’দিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরে এসেছিল। আত্মসমর্পনের বিষয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করার জন্য সে বাড়িতে আসে বলেও দাবি তাদের।
শামিম বিল্লাহকে উদ্ধৃত তার দাদি মমতাজ বেগম আরও দাবি করেন আবরার ফাহাদকে মারধরের সময় ‘সিনিয়র’ভাইদের‘ডাকে’ সাড়া দিয়ে সে অমিত সাহার কক্ষে যায়।‘সিনিয়র’ ভাইয়ের কথা উপক্ষো করতে না পারার কারণে মারধরের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে বাড়িতে ফিরে স্বজনদের জানিয়েছিলেন।
জানা গেছে, আবরার ফাহাদ হত্যা মামলার আসামী শামিম বিল্লাহ নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছিল। সে শেরে বাংলা হলের ২০৪ নং কক্ষের ছাত্র। ১৭ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র শামিম ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসসি ও শ্যামনগরের নকিপুর এইচসি পাইলট ম্যাধমিক বিদ্যালয় থেকে সে গোল্ডেন জিপিএ পাঁচ নিয়ে এসএসসি পাশ করে।

236 Views

আরও পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ