আনোয়ারা প্রতিনিধিঃ
আবহমানকাল ধরে এদেশে হিন্দু মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বাস করছে। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একে অন্যের উৎসবে অংশ নিচ্ছে। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও আমরা সবাই মিলে এ উৎসবে অংশ নেই। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।
দক্ষিণ আনোয়ারার সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসবকালে আনোয়ারার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সেবা সংঘ (দূর্গা বাড়ী) পূজাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দেখা যায় মণ্ডপে হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা বেশি। কারণ তারা প্রত্যেকেই এসেছেন পূজা উপভোগ করতে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা এ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা মূলত এদেশের শান্তিশৃংখলা বিনষ্টের গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
এছাড়াও মন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অপু দেব, সিনিয়র সহ-সভাপতি দ্বীপ চৌধুরী সহ সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সকল সদস্য বিন্দু উপস্হিত ছিলেন।