অলিউর রহমান, স্টাফ রিপোর্টার, ছাতকঃ
বীর মুক্তিযোদ্ধা বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন অনেকটাই ইতিহাস। রাজনীতির গভীর থেকে গভীরে পথ চলেছেন তিনি, আমৃত্যু কাজ করেছেন সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের জন্য।
সাদেক হোসেন খোকার মৃত্যু দেশের জন্য বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন্য বিশাল ক্ষতি। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখিত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এর ফেইসবুক স্ট্যাটাস থেকে গত ১৮ অক্টোবর নিউ ইয়র্কের স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হওয়ার পর ২৭ অক্টোবর শ্বাসনালী থেকে টিউমার অপসারণ করা হয়। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
৪ নভেম্বর নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।”