—-
উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রাজিব উদ্দিন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন মরণব্যাধি ক্যান্সারে। জীবনের রঙিন দিনগুলোর অনুভূতি না পেতেই মৃত্যুর শঙ্কা জেঁকে ধরেছে রাজিবকে। পিতা দিনমজুর তার পক্ষে চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন সম্ভব নয়। সকল বাস্তবতাকে মেনে নিয়েছেন তবুও বাঁচতে চান রাজিব।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ৫ নং ওয়ার্ডের বাউরিয়া ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে রাজিব। বর্তমানে তিনি মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের বি.বি.এ-র (২য় বর্ষে) শিক্ষার্থী।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার দিনমজুর পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা একেবারে অসম্ভব। ইতোমধ্যে নিজেদের চেষ্টা ও এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা নিয়েছেন। অনেন্যপায়ন হয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহার্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবান থেকে শুরু করে সর্ব স্তরের মানুষের কাছে।
রাজিবকে সাহয্য পাঠাতে যোগাযোগ করুন ইফাত 01840715962 নম্বরে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
Bank Account :07312100130501
নারগীছ বেগম (রনির মা)
এক্সিম ব্যাংক
সন্দ্বীপ, চট্টগ্রাম।
বিকাশ নাম্বার :
01881636876
01776511382
(পার্সোনাল)