ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি

বাজারে আসছে আইপি ৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১:২৫ অপরাহ্ণ

Link Copied!

——-

তরুণদের অন্যতম পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারও নতুন চমক দিতে যাচ্ছে। কোম্পানিটি দারুণ সাড়া জাগানো রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপের আরো অত্যাধুনিক একটি ডিভাইস গ্রাহকদের উপহার দিতে যাচ্ছে, এটির নাম রিয়েলমি ‘সি৭৫এক্স। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের বাজারে নতুন এই স্মার্টফোনটি আনতে যাচ্ছে রিয়েলমি। রিয়েলমি’র ‘সি৭৫’ এর মতো, নতুন ‘সি৭৫এক্স’-এও থাকবে ‘আইপি৬৯-রেটেড’ শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি পানির নিচে দৃশ্য ধারণ করতে পারে।

এই ফিচারটি পাওয়া যাবে আরো সাশ্রয়ী মূল্যে। যার অর্থ দাঁড়ায় সাধারণ ভোক্তাদের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচার সহজলভ্য করছে রিয়েলমি। তাই আরো বেশি ব্যবহারকারী পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা। এর সঙ্গে ডিভাইসে থাকছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সক্ষমতাও।

বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী ৫৬০০এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন চার্জ ফুরিয়ে যাবার দুচিন্তা ছাড়াই। আর ব্যাটারির চার্জ কমে এলেও ভাবনার কিছু নেই, কারণ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি খুব দ্রুতই; ছোট্ট একটি কফি ব্রেকে মাত্র ৩০ মিনিটে ডিভাইসটিকে রিচার্জ করে দিতে সক্ষম। তারপর ব্যবহারকারীরা আবার মগ্ন হতে পারবেন বিনোদনে কিংবা ‘প্রোডাক্টিভ’ কোনো কাজে।

এছাড়া- রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ প্রিমিয়াম ডিজাইন ও নান্দনিক ছোঁয়ার পাশাপাশি আরো থাকছে নতুন বেশ কিছু ফিচার, যা ডিভাইসটিকে গ্রাহকদের সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত করবে।

সবমিলিয়ে ফোনটির প্রিমিয়াম লুক ও মুঠোবন্দি করার মতো স্বাচ্ছন্দ্যতা নিয়ে ডিভাইসটি একসঙ্গে দিচ্ছে সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতার নিখুঁত মিশেল। স্মার্টফোনটির কার্যকরী ম্যাটারিয়াল ও বৈচিত্র্যময় টেক্সচার ঠিক যেন বেছে নেওয়া হয়েছে সুনিপুণ কোনো ডিজাইনারের ক্যানভাস থেকে; যা কিনা বেশ অনিন্দ্য দেখায়, আর হাতে নিলেই ফোনটি প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের মতো করেই দারুণভাবে মানিয়ে যায়। সুতরাং নিশ্চিতভাবে এটি অন্য ব্র্যান্ডগুলোর মতো গড়পড়তা মানের সাধারণ কোনো স্মার্টফোন নয়।

‘সি৭৫এক্স’ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড