ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কাপ্তাই পলিটেকনিক অধ্যক্ষের পদত্যাগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

Link Copied!

—-
যৌন হয়রানী অভিযোগে আরেক শিক্ষককে বদলী

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই)’র শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার পদত্যাগ ও যৌন হয়রানী অভিযোগে আরেক শিক্ষককে বদলী করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) বিএসপিআই’য়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা বুধবার (২১ আগষ্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটির শিক্ষক এজাবুর আলম’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। শতাধিক শিক্ষার্থীর এ বিভক্ষোভ সমাবেশ থামাতে গেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদা’র বিরুদ্ধেও স্লোগান দিতে থাকে। পরবর্তীতে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম ঘেরাও করলে এক পর্যায়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এদিকে শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকেও কাপ্তাই বিএসপিআই থেকে বদলি করে সংযুক্তি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে কাপ্তাই বিএসপিআই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এর আগে গত দু’দিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ৫২ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রাণীর অভিযোগে প্রতিষ্ঠানটির উড বিভাগের জুনিয়ন ইন্সট্রাক্টর এজাবুর আলম’র শাস্তির দাবী জানায়। বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করতে থাকে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার এ বিষয়ে মিডিকে বলেন, সকালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (পিআইডব্লিউ) এ. ওয়াই. এম, জিয়াউদ্দীন আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকে বিএসপিআই হতে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা বোর্ডে সংযুক্তি করা হয়েছে।

কাপ্তাই সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করছে বলে শুনেছি। এর বেশী জানি না। #

আরও পড়ুন

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত

ডুলাহাজারা ডিগ্রি কলেজে পরিবহনের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা আদায়

টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট—থানায় অভিযোগ

চবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সাথে শিশির মনিরের মতবিনিময়

অনিচ্ছাকৃত শব্দ ব্যবহারের জন্য দূ:খিত- নাছির

ভূমিকম্প পরবর্তী প্রধান উপদেষ্টার বার্তা

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার দরিদ্রকে ফ্রি চিকিৎসা-ঔষধ দিয়েছে বিএনপি

জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না–মিয়া গোলাম পরোয়ার

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়নে পুনঃ বিবেচনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা মালেক খান

চকরিয়া -১ আসনে ছাত্র সালাহউদ্দিন আহমদের বিপক্ষে লড়বেন শিক্ষক মইনুল।