ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাস প্রদানের ঘটনায় রাবি শিবিরের প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ভিশন
১৭ নভেম্বর ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে ছাত্রলীগকে বাস প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রসাশন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখা।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির রাবি শাখার সভাপতি আহমাদ আব্দুল্লাহ ও সেক্রেটারি রোহান কবির বলেন, “অবরোধ চলাকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের দুটো ট্রিপ বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় পরিবহন দফতর।
কিন্তু বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ মিছিলে’ যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস নিয়ে অংশ নেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের চলমান পরিস্থিতিতে যখন রাষ্ট্রীয় বাস সার্ভিস বিআরটিসি বাসও বন্ধ রয়েছে, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দলীয় কর্মসূচিতে বাস প্রদান দায়িত্বশীল আচরণের পরিপন্থি। একদিকে বিশ্ববিদ্যালয়ের বাস অবৈধভাবে দেওয়া হলো, তারপরও কোনো রকম ভাড়া পরিশোধ করেনি ছাত্রলীগ।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রলীগ বরাবরই শিক্ষা ও শিক্ষার্থী বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত। একদিকে তারা ক্যাম্পাসের অভ্যন্তরে সিট বাণিজ্য, চাঁদাবাজি, হল দখল ও ছাত্র নির্যাতনের মতো গুরুতর অপরাধ করেই চলেছে। অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত পরিবহন তারা তাদের দলীয় কর্মসূচিতে ব্যবহার করছে।

ছাত্রলীগের এসকল কাজের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সমানভাবে বর্তায়। তাঁরা ছাত্রলীগের অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ তো করেনই না; উপরন্তু ছাত্রলীগের এসকল কর্মকাণ্ডে সমানভাবে সহযোগিতা করে থাকে।”

উল্লেখ্য, নেতৃবৃন্দ এসব কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীতে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

232 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা