ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ইবির ‘মেসডা’ কর্তৃক নবীন বরণ ও বিদায় সংবর্ধনা’২৪

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

“আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” শ্লোগানকে সামনে রেখে পথচলা মেহেরপুর থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটির যৌথ চঞ্চলনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জিবল এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছুম্মা খাতুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক মো: মিজানুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উপ-রেজিস্ট্রার মো: গাউছুল আজম, রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাহাব উদ্দিন শেখ, সংগঠনটির সভাপতি এস এম মাহমুদুল তানিম ও সাধারণ সম্পাদক রাব্বি হোসেন সহ অর্ধশতাধিক সদস্য।

এসময় সংগঠনটির সভাপতি এস এম মাহমুদুল তানিম বলেন, আমরা চাই আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীদের নার্সিং করতে। নবীন শিক্ষার্থীরা এসে ক্যাম্পাস সম্পর্কে তাদের ধারণা কম থাকে , সেই সম্পর্কে ধারণা দেওয়া আমাদের কর্তব্য। মূলত এই সংগঠন শিক্ষার অগ্রগতি ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকে।

ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উপ-রেজিস্ট্রার মো: গাউছুল আজম বলেন, মেহেরপুরের মানুষ আসলে মিশুক, সব পারে, জানে তবে একই জেলার সবাই এক জায়গায় একত্রে হতে না পারাটাই মানসিক দিক থেকে পিছিয়ে আছি। একত্রে থাকলে আমাদেরই সুবিধা। সংগঠনকে সমৃদ্ধ করার কারণে এখানে আসা না বরং নিজের জন্যই আসা। এখন বুঝতে না পারলেও কর্মজীবনে এই সংগঠনের সম্পৃক্ততা উপলব্ধি করতে পারবেন।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান বলেন, মেহেরপুর জেলা? এটাই প্রথম যেখানে সরকারের শপথ পাঠ করা হয়েছিল ( মেহেরপুর, আম্রকাননে)। বুঝতেই পারছো আমরা কত সৌভাগ্যবান। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে পাওয়ার চেয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। একটা স্বেচ্ছাসেবী সংগঠনে সম্পৃক্ততা কতটুকু উপকারে আসনে তা এখন বুঝতে পারবে না। কর্মজীবনে অনেক ভূমিকা রাখতে সহায়তা করে এসব সংগঠনগুলো।

277 Views

আরও পড়ুন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে