ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে অনাকাঙ্ক্ষিতভাবে র্যাগিংয়ের ঘটনা ঘটে যা বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জেনেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, এই ধরনের অপরাধকে তারা সমূলে উৎপাটন করবে। তাই উক্ত র্যাগিংয়ের ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করার স্বার্থে নিম্নোক্ত ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মুন্সি কামরুল হাসান অনিককে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন বনি আমিন, রাকিবুল ইসলাম এবং মো: জাকির হোসেন।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে ফুলপরি খাতুন নামে নবীন এক ছাত্রীকে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা র্যাগ দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অভিযুক্তরা পাল্টাপাল্টি প্রশাসনের কাছে অভিযোগ করে বিচার দাবি করেন।