ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

আব্বু, তোমার শূন্যতা অপূরণীয়

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ

Link Copied!

প্রিয় আব্বু ,

এতদিন বাবা দিবসগুলো তোমাকে না উইশ করেই পার করে দিয়েছিলাম। অনেক না বলা কথা জমে আছে যেগুলো তোমাকে বলা হয়নি। সময় থাকতে কথা গুলো তোমাকে বলতে পারিনি।

আজ ৩ বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। কিন্তু এমন একটা দিন যায় না, যেদিন আমি তোমার কথা মনে করি না, তোমাকে মিস করি না। তুমি যে বছর চলে গিয়েছো আমি তখন দ্বাদশ শ্রেণির ছাত্রী। আমাকে নিয়ে তোমার কত্ত স্বপ্ন ছিলো। আমার মনে আছে, আমি যখন ক্লাস সিক্সে শহরের গার্লস স্কুল এ পড়ার সুযোগ পাই, রাত দুইটায় রেজাল্ট শুনে এসে তুমি আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়েছিলে। তোমাকে ঐদিনের মত খুশি আমি আর কখনই হতে দেখিনি। তোমার সব সময় আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো। আমার দুজন কাজিন এর কথা সব সময় তুমি আমাকে বলতে, তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুমি সবসময় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অন্যরকম ছবি আঁকতে। আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমি জানি তুমি যদি বেঁচে থাকতে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান এ চান্স পাওয়ার কথা শুনে সবচেয়ে বেশি খুশি তুমি হতে। হয়তো তুমি পুনর্বার আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু খেতে। আমার আফসোস, তোমার ওই খুশি মাখানো বদনটা  দেখার সৌভাগ্য আমার হলো না।
আমার এসএসসি পরীক্ষার পরে বন্ধুদের দেখাদেখি তোমার কাছে যখন প্রথম ফোন কিনে দেওয়ার আবদার করি, তখন তুমি আমাকে মানা করেছিলে। এ নিয়ে আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছিলাম। এমনকি ফোন কিনে আমার আবদার পূরণ করার পরেও রাতে ফোন নিয়ে নেওয়ার জন্য আমি অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু যখন আমার কৈশর কাল শেষ হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার ভালোর জন্যে এমনটা করেছিলে। আর এটা বুঝতে পেরে আমার কষ্ট আরও বেশি ভারি হয়েছে। কারণ, এখন তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো রাস্তা খোলা নেই। জীবনের শেষ দিন অব্দি আমার এই আফসোস থেকে যাবে বাবা। আমার এত খারাপ ব্যবহার কখনও তুমি গায়ে মাখাওনি। আজ তুমি বেঁচে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। বুঝে কিংবা না বুঝে অনেক দুর্ব্যবহার করেছি তোমার সাথে, কিন্তু তুমি কখনো একটা টু শব্দ করোনি। এ বেলায়, আমাকে ক্ষমা করে দিও আব্বু।

এই পৃথবীতে তোমার শূন্যতা কেউ হাজার চেষ্টা করলেও কখনও পূরণ করতে পারবেনা। এমন দিন যায় না, যেদিন তোমার ফাঁকা জায়গাটা আমি উপলব্ধি করতে পারি না।
তুমি বেচেঁ থাকতে আমি কখনও তোমাকে বলতে পারিনি আমি তোমাকে কতটা ভালবাসি। আজ এই বাবা দিবসে তোমাকে বলতে চাই যে, আমি  তোমাকে অনেক ভালবাসি আব্বু। তুমি যেখানেই থাকো ভালো থাকো।

 

জেরিন তাসনিম।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

 

ইকবাল/ঢাকা।

406 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা