অনলাইন ডেস্ক
জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।
আজহারীকে বহন করা বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশের হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন তাকে ঢুকতে বাধা দিয়েছে।
তার পিএস মো. মুরাদকে ছেড়ে দিলেও মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।