ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কবিতা: সুগন্ধ নয় গন্ধ

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১ নভেম্বর ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

Link Copied!

সুগন্ধ নয় গন্ধ
মো:ইলিয়াস

খেয়া ঘাটের আশেপাশে হাটতেই
কিসের একটা গন্ধ পায়
এই শুভ্রমে কিসের গন্ধ?
যেন বহু বছরের চেনা
ঐ পথ আবার কেনো ডাকে?
এটা আসলে কিসের গন্ধ?
তবে কি পরিচিত কোন পথ
নাকি এটাই পিছুটান?
আসলে গন্ধ নাকি সুগন্ধ?
গন্ধ তো ছড়ায় মানুষ মরিলে
বকুল কতদিন কাচা থাকে?
শুকনা বকুলেই ছড়ায় গন্ধ,
আসলেই এটা সুগন্ধ নয়
বিষয়টা ছিলো ভাবনার
এটা আসলেই সুগন্ধ নয় গন্ধ
মৃত শুকনো বকুলের গন্ধ,।
না নাহ ভুল হচ্ছে, বকুলে-
গন্ধ দেয়,পোড়া গন্ধ দেয় কি?
আকাশে বাতাসে পোড়া গন্ধ
বকুল নয় তবে কিসের গন্ধ?
যেন হৃদয় পোড়ার গন্ধ,
পোড়া গন্ধ সাথে মিছিলের ধ্বনি
বাতাসে বাতাসে ভাসছে
কিসের মিছিল? মিছিল!
যেন ফেরারি কান্নার মিছিল
নাকের ডগায় অন‍্য একটা গন্ধ
একেবারেই নতুন গন্ধ, অপরিচিত
যেন রক্তের গন্ধ, আগষ্টের গন্ধ
বৃষ্টি নামবে বৃষ্টি, এখন?
যেন আবু সাইদের রক্তের বৃষ্টি
তবুও গন্ধ আসে, গন্ধ ভাসে
আকাশে বাতাসে পোড়া গন্ধ
চারিদিকে বন‍্যা, কিসের বন‍্যা ?
পানির রং ও কি লাল হয়?
ঘোর বৃষ্টি আকাশ কেনো কালো?
মেঘ নাকি সূর্যের গ্রহন ?
এ যেন ইয়াছিন, আহাদ,মুগ্ধ,
এ বন‍্যার পানি ওদেরই রক্ত,
আজও ভাসে সেই গন্ধ
আকাশে বাতাসে ভাসে এখনো
বকুলে সুগন্ধ দেয়,গন্ধ হয় নাকি?
বিজয় মিছিল হয়, শুনি,
ফেরারি কান্নার মিছিল,
শুনি পিতার আর্তনাদ।
আসলে বকুল হোক কাচা, মৃত
গন্ধ নয় দিয়ে যায় সুগন্ধ
চারিদিকে শুধু বিষাদের গন্ধ
মায়ের হৃদয় পোড়ার গন্ধ
বিকট আওয়াজ প্রায়ই শুনি,,
দেওয়ালি নয়, কিসের আওয়াজ?
পটাকা নয়, এতো গুলির আওয়াজ,
পড়ে আছে রাস্তার বাকে বাকে
কত শহীদ সামি , মুন্না, ফয়সাল,
এ যেন এক একটা ভেঙে পড়া
আস্ত আস্ত কৃষ্ণচূড়ার ডাল।
এতো সেই গন্ধ আগষ্টের গন্ধ,
যে গন্ধ এখনো ভাসে,
পোড়া গন্ধ আকাশে বাতাসে,

আরও পড়ুন

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি