ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

কবিতা: সুগন্ধ নয় গন্ধ

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১ নভেম্বর ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

Link Copied!

সুগন্ধ নয় গন্ধ
মো:ইলিয়াস

খেয়া ঘাটের আশেপাশে হাটতেই
কিসের একটা গন্ধ পায়
এই শুভ্রমে কিসের গন্ধ?
যেন বহু বছরের চেনা
ঐ পথ আবার কেনো ডাকে?
এটা আসলে কিসের গন্ধ?
তবে কি পরিচিত কোন পথ
নাকি এটাই পিছুটান?
আসলে গন্ধ নাকি সুগন্ধ?
গন্ধ তো ছড়ায় মানুষ মরিলে
বকুল কতদিন কাচা থাকে?
শুকনা বকুলেই ছড়ায় গন্ধ,
আসলেই এটা সুগন্ধ নয়
বিষয়টা ছিলো ভাবনার
এটা আসলেই সুগন্ধ নয় গন্ধ
মৃত শুকনো বকুলের গন্ধ,।
না নাহ ভুল হচ্ছে, বকুলে-
গন্ধ দেয়,পোড়া গন্ধ দেয় কি?
আকাশে বাতাসে পোড়া গন্ধ
বকুল নয় তবে কিসের গন্ধ?
যেন হৃদয় পোড়ার গন্ধ,
পোড়া গন্ধ সাথে মিছিলের ধ্বনি
বাতাসে বাতাসে ভাসছে
কিসের মিছিল? মিছিল!
যেন ফেরারি কান্নার মিছিল
নাকের ডগায় অন‍্য একটা গন্ধ
একেবারেই নতুন গন্ধ, অপরিচিত
যেন রক্তের গন্ধ, আগষ্টের গন্ধ
বৃষ্টি নামবে বৃষ্টি, এখন?
যেন আবু সাইদের রক্তের বৃষ্টি
তবুও গন্ধ আসে, গন্ধ ভাসে
আকাশে বাতাসে পোড়া গন্ধ
চারিদিকে বন‍্যা, কিসের বন‍্যা ?
পানির রং ও কি লাল হয়?
ঘোর বৃষ্টি আকাশ কেনো কালো?
মেঘ নাকি সূর্যের গ্রহন ?
এ যেন ইয়াছিন, আহাদ,মুগ্ধ,
এ বন‍্যার পানি ওদেরই রক্ত,
আজও ভাসে সেই গন্ধ
আকাশে বাতাসে ভাসে এখনো
বকুলে সুগন্ধ দেয়,গন্ধ হয় নাকি?
বিজয় মিছিল হয়, শুনি,
ফেরারি কান্নার মিছিল,
শুনি পিতার আর্তনাদ।
আসলে বকুল হোক কাচা, মৃত
গন্ধ নয় দিয়ে যায় সুগন্ধ
চারিদিকে শুধু বিষাদের গন্ধ
মায়ের হৃদয় পোড়ার গন্ধ
বিকট আওয়াজ প্রায়ই শুনি,,
দেওয়ালি নয়, কিসের আওয়াজ?
পটাকা নয়, এতো গুলির আওয়াজ,
পড়ে আছে রাস্তার বাকে বাকে
কত শহীদ সামি , মুন্না, ফয়সাল,
এ যেন এক একটা ভেঙে পড়া
আস্ত আস্ত কৃষ্ণচূড়ার ডাল।
এতো সেই গন্ধ আগষ্টের গন্ধ,
যে গন্ধ এখনো ভাসে,
পোড়া গন্ধ আকাশে বাতাসে,

1,462 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বসত বাড়িতে৮ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ইয়াবা,দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক-২

জিপিএ ৫ ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয় – জুবায়েদ মোস্তফা

জিপিএ ৫ ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয় – জুবায়েদ মোস্তফা

জিপিএ ৫: পরিশ্রমের প্রতিবিম্ব, তবে ভবিষ্যৎ গড়ার মানদণ্ড নয় – জুবায়েদ মোস্তফা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তালহা জোবায়ের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে আগ্রহী

দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫

সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিতর্কিত ইউএনওর বদলি আদেশে শরণখোলায় স্বস্তি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন- জান্নাতি