মোঃ আবু সঈদ, (নিউজ ভিশন):
শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, আব্দুল মজিদ কলেজ সহ সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯ টায় উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজ জহুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলি উলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,সমবায় কর্মকর্তা রুহুল হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ নূরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতিশ বর্মন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ,সেক্রেটারি মোঃ দিলওয়ার হোসেন, থানার এস আই আক্তারুজ্জামান,এস আই নোবেল সরকার, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল রায় তালুকদার,কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী,আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী প্রমুখ।
তাছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিএনপি পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কমিটির আহবায়ক মোঃ মতিউর রহমান, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ,সোহেল তালুকদার, হোসাইন আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান,শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি, নাজির মোঃ আবু বকর সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যবৃন্দ,বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ।
এরপর দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব সুশীল ব্যানার্জি, মুক্তিযোদ্ধা মসক আলী সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীবৃন্দ প্রমুখ।