ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

Link Copied!

oplus_1026

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন: আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে’
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারখাল বাঁধ দখল, সরকারি গাছ কর্তন ও অবৈধ বালু-পাথর ব্যবসার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে কঠোর প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও দোয়ারা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া।

রোববার (১৯ অক্টোবর ) বিকেলে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল রাজনৈতিকভাবে হেয় করার জন্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

মামুন মিয়া বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি, কিন্তু কখনোই কোনো অবৈধ ব্যবসা বা দখলদারিত্বে জড়িত ছিলাম না। সম্প্রতি আমার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব বাড়ায় প্রতিপক্ষরা আমাকে বিতর্কিত করার জন্য মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পান্ডারখাল বাঁধে আমার কোনো বালু-পাথরের ব্যবসা নেই। সরকারি রাস্তার কাজের জন্য কিছুদিন বালু রাখা হয়েছিল,বর্তমানে সেখানে আমার কোন সম্পর্ক নেই। কিন্তু সেটাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে দখল দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে মামুন মিয়া অভিযোগ করেন, কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তাদের প্রভাবিত কিছু ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছেন।

‘আমার বিরুদ্ধে যারা এসব মিথ্যা তথ্য দিচ্ছে, তারা অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারাই আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন যদি সত্যিকার তদন্ত করে, তাহলে প্রমাণ হবে—আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা।

সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়া উপজেলা ডাকঘর পরিদর্শনে কক্সবাজার উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক রহিম উল্লাহ

চকরিয়ায় জাইকা অর্থায়নে মাস্টার ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও শাহীন দেলওয়ার

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে২কেজি আইস ও ১লাখ১০হাজার ইয়াবা উদ্ধার

ঢাবি’র শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে, শহীদ ওসমান হাদি হল

মোল্লা সিরাজুল ইসলাম গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী

কবিতা:- রুবির প্রেম

‎শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয়ের বজ্রনাদ

বিজয় ৫৪ এর ভাবনা

ইডেনে এবারের বিজয় দিবসে নেই তেমন উল্লাস-আয়োজন

চকরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা

জাসাসের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন