নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার বোয়ালখালী পৌরসভার শেখ পাড়ার ৩নং ওয়ার্ডস্থ মরহুম শেখ রফিক মিয়ার পরিবারের উদ্যোগে পবিত্র আজিমুশশান মিলাদুন্নবী (স) অনুষ্ঠিত হবে।
বাদে এশা শেখ সফর আলী মিয়া, আব্দুল জব্বার মিয়ার (প্রকাশ বড় মিয়ার বাড়ি) বাড়ি অনুষ্ঠিতব্য উক্ত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব ও পীরে তরিকত হযরতুলহাজ্ব মোঃ আবুল কাশেম নূরী (ম.জি.আ)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালীর আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ, দরবারে গাউছে হাওলা শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাউজানস্থ গহিরা এফ কে জামিউল উলুম বহুমুখী এম এ মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ হযরতুলহাজ্ব আল্লামা ফরিদুল আলম রিজভী। মাহফিলে সভাপতিত্ব করবেন শ্রীপুর বুড়া মসজিদের খতিব হযরতুলহাজ্ব অধ্যক্ষ শোয়াইব রেজা।
মিলাদ মাহফিলে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন পশ্চিম খরণদ্বীপ হাজী খান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা খন্দকার মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদী।
মাহফিলে চট্টগ্রামের আরো অনেক স্বনামধন্য বক্তা উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিমকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুম রফিক মিয়ার পরিবারের পক্ষে তার দুই সন্তান শেখ মোহাম্মদ ইউসুফ ও শেখ মোহাম্মদ ইছমাইল।