রুবির প্রেম
– আসাদুল হক (আসাদ)
কথা ছিল বিজয়ের’পর আবার প্রেম হবে, রুবির।
বিজয় এলো, এলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
এলো লাল-সবুজের পতাকা, এলো বাঙালি,
এলো নদীর স্রোত শান্ত স্বরে– এলো না অখিল।
আহা! কি প্রেম– নব যৌবনা স্বরে উত্তাল ঢেউ মনে,
ক্ষণিকের পর সন্ধি ; তবে কি মায়া টান মাটির তরে?
শকুনের দল উড়ছে বুকে, দিচ্ছে থাবা দোয়ারে–
তবে কি প্রেম নয় অজুহাত, এ কি প্রেম মনে?
কথা ছিল ফিরবে দেশে, দশে আর প্রেমময় পৃথিবীতে,
কথা ছিল পতাকা পেলে, আপন করে রাখবে,
কথা ছিল প্রেমের পতায় রাঙিয়ে গড়িবে নতুন সংসার,
কথা ছিল বিজয়ের পতাকায় লিখিব নাম তার প্রেমিকার।
সময় কি বেমানান –সময়ের তরে শাপলা ফলায়?
ঝরে যাওয়া বকুলের মতো, ঝরে যায় প্রেম –
প্রেমের কারনে–
কথা ছিল প্রেমিকার হাতে পুরনো পেয়ালার রঙ বদল,
ভেঙে যাওয়া সবুজের মাঝে আজন্ম সমারোহ।
আজ প্রেমিকার উপর যে নষ্ট ভার, তা পুরনো শকুন,
মানচিত্রের থাবায় যে নষ্ট ভার, তা পুরনো শকুন,
আজো প্রেমিকার তরে যে কথা, তা নষ্ট ভারে,
প্রেমিকার হা-হুতাশ, প্রেমিকার লাগি তার প্রেমিকের উপরে।