বদরুজ্জামান নাঈম, চবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর পরিক্ষার কেন্দ্র ছিল। আজ শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘন্টাব্যাপী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগীতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বসানো হয়েছে তথ্য সহায়তা কেন্দ্র এবং বুদ্ধিজীবী চত্তরে বসানো হয়েছে আগত অভিভাবকদের বসার ব্যবস্থা। এছাড়াও ছাত্রশিবিরের সহায়তার মধ্যে ছিলো প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, শিক্ষার্থীদের জন্য কলম, জরুরি যাতায়াতের জন্য বাইক সার্ভিস এবং সুপেয় পানি প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা ও শাহ আমানত হলের সভাপতি সৈকত হাসান বলেন, সকাল ৮ টা থেকে ক্যাম্পাসের ৩ টি স্থানে আমাদের এই সহায়তা হেল্পডেক্স চালু রয়েছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা মূলত প্রচারণার চেয়ে ভর্তিচ্ছুরা যেন সঠিক তথ্য পান, কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এবং অভিভাবকেরা স্বাচ্ছন্দবোধ করেন সেই ব্যবস্থা করেছি।